ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসন্ন বাজেটে সার্বজনীন পেনশনের রূপরেখা দেবেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৯:২৫, ২৩ মে ২০১৯

 আসন্ন বাজেটে সার্বজনীন পেনশনের রূপরেখা দেবেন অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ উন্নত বিশ্বের মতো সবার জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর একটি সুখবর চলতি অর্থবছরের বাজেটে ঘোষণা করা হয়েছিল। এর আওতায় সরকারী-বেসরকারী সব কর্মজীবী মানুষকে পেনশন সুবিধায় আনার কথা উল্লেখ করা হয়েছিল বাজেট বক্তৃতায়। কিন্তু এক্ষেত্রে তেমন কোন অগ্রগতি লক্ষ্য করা যায়নি। এখনও সর্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়নে নীতিমালা চূড়ান্ত করতে পারেনি অর্থ মন্ত্রণালয়। তাই আসছে বাজেটেও এ বিষয়ে প্রাথমিক রূপরেখা দেবেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ কারণে সরকারী-বেসরকারী চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ‘সর্বজনীন পেনশন পদ্ধতির খসড়া কাঠামো’ প্রস্তুতের কাজও চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। কিন্তু এ ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে সংশয়ে যেমন অর্থনীতিবিদরা তেমনি কবে নাগাদ এ পদ্ধতি কার্যকর হবে তারও কোন সঠিক সময় বলতে পারেননি অর্থ বিভাগের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা। তারা বলছেন, এটি বেশ সময় ও ব্যয়-সাপেক্ষ বিষয়। অনেক চ্যালেঞ্জ মাথায় নিয়ে এ বিষয়ে কাজ করছে অর্থ বিভাগ। এখন শুধু সরকারী চাকরিজীবীরাই মাসিক পেনশন সুবিধা পান। নতুন ব্যবস্থায় এর বাইরে বেসরকারী খাতে নিয়োজিত চাকরিজীবীদের পেনশনের আওতায় আনার পরিকল্পনার কথা বলা হয়। জানা গেছে, সর্বজনীন পেনশনের খসড়া রূপরেখা তৈরির জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি কাজ করছে। শীঘ্রই কমিটি এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে অর্থমন্ত্রীর কাছে জামা দেবে। এ বিষয়ে আজিজুল আলম বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে প্রতিবেদনে সুপারিশ তুলে ধরা হবে। ওই সুপারিশ গ্রহণের পর সরকারের নীতিগত অনুমোদন লাগবে। এরপর বাস্তবায়নের কাজ শুরু হবে।
×