ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় জুনিয়র দাবায় ইভান-নোশিন চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৯:১৮, ২৩ মে ২০১৯

 জাতীয় জুনিয়র দাবায় ইভান-নোশিন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় জুনিয়র (অনুর্ধ-২০) দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে লার্নিং চেস একাডেমির ইয়াসির আলী খান ইভান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ইভান ৮ খেলায় সাড়ে ছয় পয়েন্ট লাভ করেন। সমান পয়েন্ট পান এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির স্বর্ণাভো চৌধুরী এবং পিরোজপুরের ফিদেমাস্টার ফাহাদ রহমান। ইভান, স্বর্ণাভো ও ফাহাদের অর্জিত পয়েন্ট সমান হলে টাইব্রেকিং পদ্ধতির পারস্পরিক খেলার ফলাফলে ইভান চ্যাম্পিয়ন, স্বর্ণাভো রানারআপ এবং ফাহাদ তৃতীয় হন। বালিকা বিভাগে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম অপরাজিত চ্যাম্পিয়ন হন। তিনি ৮ খেলায় ৮ পয়েন্ট লাভ করেন। এই আসরে এটা তার তৃতীয় শিরোপা। ৭ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ালিজা আহমেদ রানারআপ হন। পাঁচ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু তৃতীয় হন। বুধবার দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত অষ্টম ও শেষ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ইভান ফিদেমাস্টার ফাহাদকে, স্বর্ণাভো মাহাথিরকে, শুভ দিবাকর দিব্যকে, নীড় আনোয়ার হোসেনকে, সাজিদ তাহমিদুল হককে ও রাজীব রাশেদুজ্জামান রাকিবকে হারান। ক্যান্ডিডেট মাস্টার সুব্রত দিহানের সঙ্গে ও শফিক নাফিমের সঙ্গে ড্র করেন। বালিকা বিভাগে নোশিন আলোকে, ওয়ালিজা সানজিদাকে, জান্নাত জারিনকে, খুশবু অর্পাকে, ফেরদৌসী ইশরাত জাহান নিশিকে ও ওয়াদিফা মাহজাবিন আক্তার জুবাইদাকে হারান।
×