ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এখন ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ॥ এমবাপে

প্রকাশিত: ০৯:১৫, ২৩ মে ২০১৯

 এখন ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ॥ এমবাপে

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্যই শেষ হয়েছে ২০১৮-১৯ মৌসুম। আবার শুরু হয়ে গেছে দলবদল। অনেক তারকা ফুটবলারই ঠিকানা বদলাতে পারেন। জোর গুঞ্জন আছে ফরাসী ক্লাস পিএসজির বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপেও প্যারিস ছাড়তে পারেন। এমন অবস্থায় তিনি জানিয়েছেন, এখন তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট চলছে। এবার লীগ ওয়ানের মৌসুম সেরা খেলোয়াড় হয়েছেন এমবাপে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করেছেন বর্ষসেরা ফুটবলার হওয়া এই উঠতি তারকা। লীগ ওয়ানে ২৮ ম্যাচে করেছেন ৩২ গোল। রেকর্ড টানা তৃতীয়বারের মতো বছরের সেরা তরুণ খেলোয়াড়ও হয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। এ সময় তিনি ক্লাব ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেননি। সাক্ষাতকারে এমবাপে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি এ পুরস্কারটি পেয়েছি। আমার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। যা আমাকে আরও বেশি দায়িত্ব নিয়ে খেলার জন্য অনুপ্রাণীত করছে। সেটি পিএসজিতে হতে পারে কিংবা অন্য কোথাও। এরপর তিনি বলেন, আমার কাছে ওই মুহূর্তের বক্তব্যটি সঠিক মনে হয়েছে। আমি যখন কোন কথা বলি সেটি ভেবে চিন্তেই বলি। বিশ্বকাপ জয়ী তারকা বলেন, পিএসজিতে হলে সেটি তো ভালই। অন্যত্র হলেও সমস্যা নেই। অন্য কোথাও হলে সেটি হবে নতুন চ্যালেঞ্জ। ২০১৭ সালে মোনাকোর শিরোপা জয়ী দলে থাকা অবস্থা থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন এমবাপে। কিন্তু লীগ ওয়ানের রেকর্ড ভেঙ্গে ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন তিনি। নেইমারকে মূল তারকা ও এমবাপেকে পার্শ্ব তারকা বানানোর পরিকল্পনা নিয়ে দুই বছর আগে দলবদল করেছিল পিএসজি। রিয়াল মাদ্রিদের রোনাল্ডো-বেল জুটি কিংবা বার্সিলোনার মেসি-সুয়ারেজ জুটির পুনরাবৃত্তি বলা যায়। এ মৌসুমেই সব হিসেব পালটে দিয়েছেন এমবাপে।
×