ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমানবাহিনী প্রধান ফের নারী

প্রকাশিত: ০৮:৫২, ২৩ মে ২০১৯

 বিমানবাহিনী প্রধান ফের নারী

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী প্রধান হিসেবে ফের একজন নারী নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক রাষ্ট্রদূত, আরিজোনার ব্যবসায়ী বারবারা ব্যারেট (৬৮)কে এ পদে নিয়োগ দেন। জর্জ ডাব্লিও বুশের শাসনামলে এই নারী এক বছর ফিনল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। মঙ্গলবার বারবারা ব্যারেটকে নিয়োগ দিয়ে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, তিনি খুবই পেশাদার ও কর্মঠ বিমানবাহিনী প্রধান হবেন। এক সময় আইন পেশার সঙ্গেও যুক্ত ছিলেন বারবারা। আবার তার বিমান চালানোরও প্রশিক্ষণ রয়েছে। তিনি ও তার স্বামী ক্রেইগ রিপাবলিকান শিবিরের অন্যতম ডোনার হিসেবে পরিচিত। -এএফপি
×