ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রং মাখিয়ে চালে ভেজাল, দোকানীকে অর্থদণ্ড

প্রকাশিত: ০৬:২৫, ২২ মে ২০১৯

রং মাখিয়ে চালে ভেজাল, দোকানীকে অর্থদণ্ড

অনলাইন রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে চালে রং মাখিয়ে বিক্রির অভিযোগে অর্থদণ্ড দিয়েছে। বুধবার (২২ মে) দুপুরে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, জনাব আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন। সাদা চালে রং মিশিয়ে লাল চাল বলে বিক্রির অপরাধে ঝিটকা বাজারের মেসার্স জাকির রাইস এজেন্সিকে ৩ হাজার, মেসার্স নিরঞ্জন রাইস ভাণ্ডারকে ২ হাজার, নকল কসমেটিকস বিক্রির দায়ে মেসার্স সুজন জরী হাউসকে ৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, যৌন উত্তেজক, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে মেসার্স অমিত ফার্মেসিকে ৩০ হাজার ও মেসার্স মাতৃভূমি ফার্মেসিকে ২৫ হাজার টাকাসহ ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এছাড়াও জব্দ করা হয়েছে নকল কসমেটিকস পণ্য, যৌন উত্তেজক ট্যাবলেট ও ফিজিশিয়ান স্যাম্পল। অভিযানে সহযোগিতা করেন র্যাব-৪, নবীনগর ক্যাম্প এর একটি টিমের সদস্য, হরিরামপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর, জেলা ক্যাবের সদস্য মতিউর রহমান।
×