ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সন্ধ্যা নদীর দখলদারদের তালিকা গঠনে দুদক

প্রকাশিত: ০৪:৪৮, ২২ মে ২০১৯

সন্ধ্যা নদীর দখলদারদের তালিকা গঠনে দুদক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার ধামুড়া এলাকার সন্ধ্যা নদী দখল করে পাকা ভবন নির্মাণকারীদের তালিকা গঠনে মাঠে নেমেছে দুদক। দুনির্তী দমন কমিশনের বরিশালের সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যর টিম ধামুরা বন্দর সংলগ্ন নদী দখল এলাকা পরিদর্শন করে অবৈধ দখলকারীদের তালিকা তৈরী করেন। আজ বুধবার সকালে দুদক এর সহকারী পরিচালক হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার দিনভর দুদক টিম ওই বন্দরের প্রায় ১৫ জন অবৈধ দখলকারীদের নাম ও ঠিকানার তালিকা তৈরি করেছেন। তিনি আরও বলেন, দুদক কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টির তদন্ত ও অবৈধ দখলকারীদের তালিকা তৈরীর নির্দেশনা পেয়ে তারা সন্ধ্যা নদী দখলকারীদের তালিকা তৈরি করেছেন। তিনি আরও জানান, অবৈধ দখলকারীদের তালিকা তৈরী করে উজিরপুরের ভূমি অফিসের তহসিলদারদের কাছ থেকে ওই বাজারের বৈধ জমির মালিকদের তালিকা এবং সার্ভেয়ার জাকির হোসেনের সাথে যোগাযোগ করে অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করা হয়েছে। সব পরীক্ষা-নিরীক্ষা করে অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও স্থাপনা ভেঙ্গে ফেলার কার্যক্রম শুরু করবে প্রশাসন। উল্লেখ্য, ধামুড়া বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর তীর একাধিক প্রভাবশালীরা দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন।
×