ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১৪:০১, ২২ মে ২০১৯

অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বৈদ্যারবাজার ঘাটএলাকায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় আল মোস্তফা গ্রুপের পলিমার ইন্ডাস্ট্রিজের মেঘনা নদী দখল করে গড়ে তোলা একটি চারতল ভবন সম্পূর্ণ গুড়িয়ে দেয় হয়। এছাড়া পাশের বাজারের খবির মিয়ার দুটি দ্বিতলা ভবন ও একটি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়। এছাড়া পাশের ইউনিক গ্রুপ মেঘন নদীর বিশাল অংশ দখল করে অবৈধভাবে বালু দিয়ে প্রায় তিন শ’ ফুট দেয়াল ভেঙ্গে দেয়া হয়।
×