ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড করল দেশ

প্রকাশিত: ১৩:২৮, ২২ মে ২০১৯

বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড করল দেশ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড করেছে দেশ। প্রথমবারের মতো সাড়ে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের মাইলফলক অতিক্রমের খবর জানিয়েছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। মঙ্গলবার রাত ৯টায় দেশের বিদ্যুত উৎপাদন সাড়ে ১২ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। তখন উৎপাদন ছিল ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট। এজন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছেন পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী। পিডিবি জানায়, এর আগে চলতি মাসের ১১ মে দেশে সর্বোচ্চ ১২ হাজার ৪১২ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের একটি রেকর্ড হয়েছিল। মঙ্গলবার রাতে দেশে যত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল, তত মেগাওয়াট বিদ্যুত উৎপাদিত হয়েছে। এজন্য কোথাও কোন লোডশেডিং হয়নি। পিডিবি দেশে বিদ্যুতের ঘাটতি জিরো লেভেলে নামিয়ে আনতে বিদ্যুত সরবরাহ ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। দেশে বয়ে যাওয়া প্রচ- দাবদাহ থেকে দেশবাসীকে স্বস্তি দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিদ্যুত বিভাগ।
×