ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু আজ

প্রকাশিত: ১৩:১৫, ২২ মে ২০১৯

চট্টগ্রামে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঈদ যাত্রার সুবিধার্থে চট্টগ্রাম থেকে ৫ দিনব্যাপী ৯টি আন্তঃনগর ট্রেনের অগ্রীম টিকেট বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ। আগামী রবিবার ২৬ মে পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চলবে। আর আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রিতে মোবাইল এ্যাপসের মাধ্যমে বিক্রি হবে ৫০ ভাগ টিকেট। এ বিষয়ে স্টেশনের বুকিং কাউন্টারে ও পাবলিক প্লেসে ব্যানার সাঁটানো হয়েছে। টিকেট সংগ্রহকারীদের মধ্যে বাকি ৫০ ভাগ থেকে ভিআইপ ১০ ভাগ ও প্রতিবন্ধী ৫ ভাগ কোটা বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকাদের মাঝে ৩৫ ভাগ টিকেট বিক্রি হবে। গড়ে প্রত্যেক আন্তঃনগর ট্রেনের মাত্র দুই থেকে আড়াইশ টিকেট বিক্রি হবে কাউন্টারে সাধারণ যাত্রীদের মাঝে। তবে এবার কালোবাজারিরা আরও বেশি উৎসাহিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কারণ কালোবাজারিরা বিভিন্ন অপারেটরের মোবাইল সিমের মাধ্যমে টিকেট কালোবাজারে বিক্রি করতে আরও বেশি সুযোগ পাবে। চট্টগ্রাম রেল স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে গিয়ে দেখা গেছে বুথে দায়িত্বপ্রাপ্ত কেউ নেই। ফলে রেলস্টেশনে প্রতারক, টিকেট কালোবাজারি, অসাধু ক্যাটারিং সার্ভিস, বুকিংকৃত মালামালের নিরাপত্তার অভাব ও যাত্রীদের অনিরাপদ যাত্রা বছরের পর বছর চলে আসছে ট্রেন সার্ভিস সিস্টেমে। নতুন করে জোরপূর্বক গাড়ি পার্কিং ও পাবলিক টয়লেটে ১০ টাকা সার্ভিস চার্জে হয়রানির বিষয়টি উঠে এসেছে। বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্টেশনের বুকিং কাউন্টার থেকে মাত্র ৩৫ ভাগ টিকেট ক্রয় করতে পারবে। চট্টগ্রাম থেকে তিনটি রুটে তথা চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর ও চট্টগ্রাম ময়মনসিংহ রুটে আন্তঃনগর ট্রেনে যাত্রীরা আরামদায়ক ভ্রমণ করবে। আজ ২২ মে বিক্রি হবে ৩১ মে যাত্রার টিকেট। ২৩ মে বিক্রি হবে ১ জুনের , ২৪ মে বিক্রি হবে ২ জুনের, ২৫ মে বিক্রি হবে ৩ জুনের এবং ২৬ মে বিক্রি হবে ৪ জুন যাত্রার টিকেট। অপরদিকে ফিরতি ট্রেন যাত্রার জন্য আগামী ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত অগ্রীম টিকেট বিক্রি কার্যক্রম চলবে।
×