ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১২:৪১, ২২ মে ২০১৯

নীলফামারীতে  বজ্রপাতে  কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বজ্রপাতে মকবুল হোসেন (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা মাস্টারপাড়া গ্রামে। নিহত কৃষক ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জে ট্রেনে কেটে যুবতীর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার সকালে ঈশ্বরদী- সিরাজগঞ্জ রেলপথের সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে সুমি খাতুন নামে প্রতিবন্ধী যুবতীর মৃত্যু হয়েছে। নিহত সুমির বাড়ি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে। সিরাজগঞ্জ জিআরপি ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন মজুমদার জানান, মানসিক প্রতিবন্ধী সুমি সোমবার গভীর রাতে মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি স্থানে অজ্ঞাত কোন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মাদারীপুরে সেই পুলিশ জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ মে ॥ মাদারীপুর শহরের টিবি ক্লিনিক রোড এলাকায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় পুলিশের সেই নায়েক মোক্তার হোসেনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে মোক্তারকে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। সোমবার রাতে ওই স্কুলছাত্রীর মামা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরপরই রাতে পুলিশ সদস্য মোক্তার হোসেনকে গ্রেফতার করে সদর থানার পুলিশ। অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বৈদ্যারবাজার ঘাটএলাকায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় আল মোস্তফা গ্রুপের পলিমার ইন্ডাস্ট্রিজের মেঘনা নদী দখল করে গড়ে তোলা একটি চারতল ভবন সম্পূর্ণ গুড়িয়ে দেয় হয়। এছাড়া পাশের বাজারের খবির মিয়ার দুটি দ্বিতলা ভবন ও একটি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়। এছাড়া পাশের ইউনিক গ্রুপ মেঘন নদীর বিশাল অংশ দখল করে অবৈধভাবে বালু দিয়ে প্রায় তিন শ’ ফুট দেয়াল ভেঙ্গে দেয়া হয়। বাবা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ মে ॥ ভাঙ্গা উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা শহীদুল ফকিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে আসামি করে শহীদুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন ওই কিশোরীর মা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পিতা শহীদুল ফকির মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তার দুই ছেলে-মেয়ের মধ্যে এই কিশোরী বড়। স্বামীর কুমতলব টের পেয়ে কিশোরীর মা কিশোরীকে সম্প্রতি বিয়ে দিয়ে দেন। কিশোরীর স্বামী বিদেশে চলে যাওয়ায় ওই কিশোরী কয়েক দিনের জন্য বাবার বাড়িতে আসে। বাবার কারণে কিশোরী নিজের বাড়িতে না ঘুমিয়ে বাড়ির পাশে চাচার বাড়িতে ঘুমায়। কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২১ মে ॥ কুষ্টিয়ায় শিক্ষিকাকে ধর্ষণের দায়ে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদ- ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত ওই আসামির নাম শরিফুল ইসলাম। সে মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে এবং মুজিবনগর আ¤্রকানন নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আদালত সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই শিক্ষিকা ২০১৬ সালের ১৩ মে মাধ্যমিক স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে কুষ্টিয়া আসেন। তারা শহরের বড়বাজার এলাকায় আল আমিন আবাসিক হোটেলে মামা-ভাগ্নি পরিচয়ে পাশাপাশি দুটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে ওঠেন। পরদিন সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতিকালে শরিফুল ইসলাম ওই শিক্ষিকার কক্ষে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ২০০০ সংশোধনী ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দঃবিঃ ৯ (১)ক(৩০) ধারায় অভিযোগ এনে প্রধান শিক্ষক শরিফুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। এদিকে দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামি শরিফুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ-সহ ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ-াদেশ প্রদান করে আদালত। সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফেঞ্চুগঞ্জ উপজেলার কঠালপুরের দিনপুর গ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে কোনাবাড়ি গ্রামের সমির মোল্লার মেয়ে সাহারা বেগম (৫) ও ইসলাম উদ্দীনের ছেলে শাকিল আহমদ (৬)। জানা যায়, মঙ্গলবার সকালে তারা বাড়ির পাশে খেলা করছিল। ইয়াবা আটকের জেরে হামলা ॥ আহত ২১ নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২১ মে ॥ সীতাকু-ে ইয়াবা বিক্রেতাকে আটকের জের ধরে সোমবার রাতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের সময় জেলেপাড়ায় সন্ধ্যা জলদাশের স্ত্রী বেলম্বু রানী জলদাশ (৬০) পুলিশের গুলিতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সংঘর্ষ বিশাল আকার ধারণ করে। এ ঘটনায় পুলিশসহ জেলেপাড়ার ২০ নারী-পুরুষ আহত হয়। আহতরা হলেন মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন, উপ-পরিদর্শক আব্দুল আলীম, জাহিদুল ইসলাম জসিমসহ ১০ জন এবং জেলেপাড়ার হাসিরাম জলদাশের পুত্র মতিলালসহ (৮০) ১১ জন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর জেলেপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায় পুরুষ শূন্য জেলেপাড়া। জানা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর জেলেপাড়া এলাকায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রেতা রুবেল জলদাশের ৩০ হাজার ইয়াবার একটি চালান ঘাটঘর এলাকা দিয়ে আসার খবর পায় পুলিশ। এ খবরের ভিত্তিতে মডেল থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জসিম ও সঙ্গীয় ফোর্স রুবেলকে আটক করে। আটক পরবর্তী রুবেলের সঙ্গে থাকা ইয়াবা সেবনকারী ও বিক্রেতারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এদিকে ওই এলাকায় বেলম্বু জলদাশ নামে এক জলদাশ মৃত্যুবরণ করলে ইয়াবা বিক্রেতারা পুলিশের হামলায় নিহত হয় বলে এলাকায় গুজব ছড়িয়ে দেয়। এতে জেলেবাসী নারী-পুরুষ উত্তেজিত হয়ে পুলিশের ওপর দফায় দফায় হামলা চালায়। হামলার শিকার পুলিশ সদস্যরা বিষয়টি মডেল থানায় অবহিত করলে ওসি তদন্ত আফজাল হোসেনসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপরও জেলেরা হামলা চালায়। গাজীপুর সিটির ১৪ কর্মকর্তা ও কর্মচারীকে শোকজ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিসের জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার নগর ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান মেয়র জাহাঙ্গীর আলম। সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পর প্রথম সভায় সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের কোন প্রকার দুর্নীতি ও অনিয়মের সঙ্গে না জড়ানোর জন্য সতর্ক করা হয়। কিন্তু কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নানা ধরনের দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেন। তারা সাত মাসেও সংশোধন হননি। পরে নাগরিকদের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ১৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। এদের মধ্যে পাঁচ কর্মকর্তা ও নয় কর্মচারী রয়েছে। নোটিস পাওয়া কর্মকর্তা-কর্মচারীগণের নাম প্রকাশ না করলেও অভিযুক্তরা ইলেকট্রিক, লাইসেন্স, হিসাব, ট্যাক্স, প্রকৌশল, সড়ক বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন সচিব বলে তিনি জানান। সাতদিনেও উদ্ধার হয়নি নিখোঁজ স্কুলছাত্রী নাদিয়া স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিখোঁজের সাতদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি স্কুলছাত্রী নাদিয়া আক্তারকে। মেয়েকে উদ্ধারের জন্য তার বাবা-মা বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে লিখিত আবেদন ও থানায় সাধারণ ডায়েরি করেছেন। জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের দিনমজুর সুলতান মৃধা জানান, তার কন্যা নাদিয়া আক্তার পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত। গত বুধবার রহস্যজনকভাবে বাড়ির পাশ থেকে নাদিয়া নিখোঁজ হয়। সেই থেকে আজ পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। তিনি তার মেয়েকে উদ্ধারের জন্য উর্ধতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন। জেলেদের চাল বিতরণ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২১ মে ॥ চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ১৬৪ জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদে যমুনা নদী থেকে জাটকা নিধন ও মা ইলিশ ধরা থেকে বিরত থাকার কারণে হতদরিদ্র মৎস্যজীবীদের মাঝে এই চাল দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, সচিব মানোয়ারুল ইসলাম, সাংবাদিক নারায়ণ মালাকার, রফিক মোল্লা, মৎস্যজীবী সমিতির সভাপতি রমজান আলী, মহিলা সদস্য রানী বেগমসহ অন্য নেতৃবৃন্দ। ৮৬ অসহায়কে সহায়তা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২১ মে ॥ সরকারী যাকাত ফান্ড থেকে ৮৬ অসহায়কে আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহরিয়াজ। এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম মনিরুল ইসলামসহ সরকারী কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ৭ জনকে সেলাই মেশিন ও অন্যদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
×