ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে ৫ জনের ১৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:৩৪, ২২ মে ২০১৯

রংপুরে ৫ জনের  ১৩ বছরের  কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২১ মে ॥ রংপুরে রুমানা আফরোজ তন্দ্রা নামে এক কলেজছাত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় ৫ আসামির প্রত্যেকের ১৩ বছর করে সশ্রম কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জাবিদ হোসেন এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন, নগরীর রবার্টসন্সগঞ্জ ম-লপাড়া এলাকার মানিক, রতন, রানা, বাবলা ও মালেকা। রায় ঘোষণার সময় মানিক, রানা ও বাবলা আদালতে উপস্থিত থাকলেও রতন ও মালেকা পলাতক ছিলেন। জানা যায়, প্রথম স্বামী মারা যাবার পর রংপুর নগরীর রবার্টসন্সগঞ্জ ম-লপাড়া এলাকায় দ্বিতীয় স্বামীর সঙ্গে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন মাসুদা চৌধুরী নামে এক নারী। ঘটনার সময় ১৯৯৬ সালে তার মেয়ে রুমানা আফরোজ তন্দ্রা রাজধানীর মিরপুর আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিল। ঘটনার কয়েকদিন আগে তন্দ্রা ঢাকা থেকে রংপুরে তার মায়ের কাছে বেড়াতে আসে। ১৯৯৬ সালের ১ জুলাই সন্ধ্যার পর দিয়াশলাই কেনার জন্য বাড়ির পাশে মুদি দোকানে যায় তন্দ্রা। এ সময় ওই এলাকার বখাটে মানিক তাকে একা পেয়ে জড়িয়ে ধরে। তন্দ্রা নিজেকে তার কবল থেকে মুক্ত করে বাড়ির ভেতরে ছুটে যায় এবং তার মাকে বিষয়টি জানায়। একপর্যায়ে সকলে মিলে মা ও মেয়েকে মারধর করে এবং মানিক প্রকাশ্যে উপস্থিত লোকজনের সামনেই আবারও তন্দ্রাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানিসহ তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনায় লজ্জায়, ক্ষোভে বাড়িতে ফিরে ওই রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তন্দ্রা। ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২১ মে ॥ বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, চালক হাসান (১৯) ও আরোহী রাকিব (২০)। এরা মামাত ফুফাত ভাই। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বোরহানগঞ্জ বাজার এলাকার মালেগো বাড়ির দরজা নামক স্থানে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হাসান ও রাকিব তাদের পারিবারিক কাজে সকালে মোটরসাইকেল নিয়ে মনিরাম বাজার নামক এলাকায় যায়। কাজ শেষে দুপুর দেড়টার দিকে বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হয়। বোরহানগঞ্জ বাজার এলাকার মালেগো বাড়ির দরজা নামক স্থানে আসলে একটি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজন নিহত হয়। গোমস্তাপুরে একজন স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, গোমস্তাপুর উপজেলায় মঙ্গলবার সকালে ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত ও ১৩ জন আহত হয়েছে। পার্বতীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা এলাকায় ধান বোঝাই একটি ট্রাক উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিজি গ্রামের রাকিব উদ্দিনের ছেলে শরিফুল (৩৫)। নওগাঁর নিয়ামতপুর থেকে ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মোট্টো-ট-১১-৪৫-২৮) আড্ডা-ধানসুড়া সড়কের শেরপুরে আসলে চালক নিয়ন্ত্রণ হারায়। পুঠিয়ায় বৃদ্ধ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুঠিয়া উপজেলার শিবপুর হাট সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুর রহমান (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বেলপুকুর থানার দমাদি গ্রামের অধিবাসী। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নাটোরে কৃষক নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সেলিম হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন উপজেলার গড়মাটি মধ্যপাড়া গ্রামের মৃত রায়হান আলীর ছেলে। জানা গেছে, সেলিম হোসেন গড়মাটি বাজারে রাস্তা পার হওয়ার সময় নাটোর থেকে পাবনাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দেয়।
×