ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন বোনাস প্রদানের দাবি

প্রকাশিত: ১২:২৮, ২২ মে ২০১৯

২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন বোনাস প্রদানের দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ২০ রোজার মধ্যে শ্রমিকদের মে মাসের পূর্ণ বেতন ও বেসিকের সমান বোনাস প্রদান, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদিরসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং পাটকল শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল হাই শরীফ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন, সদস্য সচিব এইচ রবিউল চৌধুরী, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা আবু হাসান টিপু, নারায়ণগঞ্জ জেলার সভাপতি শহিদুল আলম নান্নু ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস। নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর রোজার শুরুতে শ্রমমন্ত্রী বেতন-ভাতা প্রদানের একটি তারিখ দেন। এ বছর সেটা দেননি। মালিকরা কোনবারই মন্ত্রীর নির্দেশ মানে না। মালিকরা ঈদের ছুটির পূর্ব মুহূর্ত পর্যন্ত শ্রমিকদের বোনাস-বেতন পরিশোধ না করে শ্রমিকদের জিম্মি করে। ঈদের আগ মুহূর্তে শ্রমিকরা যখন স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার জন্য উদগ্রীব হয় তখন মালিকরা শ্রমিকদের কোথাও অর্ধেক বোনাস দিয়ে, কোথাও বোনাস না দিয়ে বকশিশ হিসেবে কিছু টাকা দিয়ে এবং আংশিক বেতন দিয়ে শ্রমিকদের সাথে প্রতারণা করে। শেষ মুহূর্ত হওয়ায় শ্রমিকদের তাড়াহুড়ো থাকায় শ্রমিকদের তখন প্রতিবাদ করার কোন সুযোগ থাকে না। সরকারও প্রতারক মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। পূর্ণ বেতন-ভাতা না পাওয়ায় শ্রমিকদের অল্প ভাড়ায় ঝুঁকি নিয়ে গ্রামে যেতে হয়। এতে প্রতি বছর দুর্ঘটনার শিকার হয়ে অনেক শ্রমিক মৃত্যুবরণ করে। নেতৃবৃন্দ ২০ রোজার মধ্যে শ্রমিকদের মে মাসের বেতন ও পূর্ণ বোনাস প্রদান, এস এম কাদিরসহ নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শরীফের উপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাটকল শ্রমিকদের ৯ দফা মেনে নেয়ার দাবি জানান।
×