ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল-জামালপুর সড়কের কাজে ধীরগতি

প্রকাশিত: ১২:২৮, ২২ মে ২০১৯

টাঙ্গাইল-জামালপুর সড়কের কাজে ধীরগতি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ মে ॥ কালিহাতীর এলেঙ্গা থেকে জামালপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের উন্নয়ন কাজ ধীরগতিতে চলার কারণে ধুলো আর কাদা হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। এতে যানজটে প্রতিদিনই নাকাল হতে হচ্ছে ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী উপজেলাসহ ময়মনসিংহ ও জামালপুর জেলাগামীদের। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের এ বিষয়ে কোন পদক্ষেপ নেই। টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা থেকে জামালপুর সদর হয়ে সরিষাবাড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের ঘাটাইল উপজেলা সদরের পৌর এলাকার হাসপাতাল মোড় থেকে বীর ঘাটাইল পর্যন্ত অংশের এক কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ চলছে ঢালাইয়ের মাধ্যমে। এ কাজের ধীরগতির কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে এক কিঃমিঃ রাস্তা পার হতে যানবাহনের সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা। ফলে দীর্ঘ যানজটের ঘানি টানতে হচ্ছে চালক ও যাত্রীদের। ভোগান্তি হচ্ছে জনসাধারণের। পাশাপাশি রোদে ও ধূলার কারণে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে যাত্রী, পথচারী, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাসহ সড়কের আশপাশের ব্যবসায়ীদের। অপরদিকে সামান্য বৃষ্টিতে কাদার সৃষ্টি হয়ে সকল প্রকার যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। সড়কের এক পাশ যান চলাচলের উপযোগী না করেই অপরিকল্পিতভাবে অপর অংশের কাজ শুরু করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই মহাসড়কের পাশেই উপজেলা প্রশাসন, ঘাটাইল সেনানিবাস, পৌর প্রশাসন, একটি সরকারী কলেজ, দুটি উচ্চ বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, ১৫টি কিন্ডারগার্টেন, ব্যাংক, বীমাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অবস্থিত। এছাড়া ২০টি রোডের যানবাহন ঘাটাইল হয়ে চলাচল করে। এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান কাজের ধীরগতির কথা স্বীকার করে বলেন, কাজের গতি বাড়াতে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশনকে তাগিদ দেয়া হয়েছে। তবে এ বিষয়ে ওয়াহিদ কন্সট্রাকশনের স্থানীয় পর্যায়ের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি। জানা যায়, গত ২০১৮ সালের ৩ এপ্রিল একনেকের ২১তম সভায় অনুমোদিত হয় টাঙ্গাইল-এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৮৯ দশমিক ৮২ কোটি টাকা। সড়ক ও মহাসড়ক বিভাগ ২০২০ সাল নাগাদ প্রায় ৭৭ দশমিক ৬০ কিলোমিটার মহাসড়কটি চার লেনে পরিণত করবে। রাজশাহীতে নারী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীতে এক ‘মানসিক প্রতিবন্ধী’ নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম জেলেখা বেগম (৪২)। তিনি জেলার মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর স্ত্রী। মঙ্গলবার দুপুরে নিজের শোয়ার ঘর থেকেই তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, জেলেখা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি নিজের গলায় ব্লেড চালিয়েছেন। এতে তার মৃত্যু হয়েছে। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। কখনও গলায় ফাঁস দেয়ার চেষ্টা করেছেন, কখনও কীটনাশক পান করেছেন। মোহনপুুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, ভোরে কিছু সময়ের জন্য বাড়ির বাইরে যান সোলেমান আলী। তখনই জেলেখা ব্লেড দিয়ে নিজের গলা কাটেন। প্রতিবেশীরা জানালা দিয়ে দেখেন, গলাকাটা অবস্থায় ঘরে তিনি ছটফট করছেন। তারা ঘরে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। গাজীপুরে যুবক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুর মহানগরের পূবাইলের ডেমড়পাড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, স্থানীয় ডেমড়পাড়া এলাকার বিলের জমিতে মঙ্গলবার সকালে ওই যুবকের লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে দুপুরে লাশটি উদ্ধার করে। নোয়াখালীতে কৃষক নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখালী ইউনিয়নের শ্রীনগর গ্রাম থেকে নুরুল আমিন (৫৫) নামে এক কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের বাড়ির সুপারি বাগান থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত নুরুল আমিন দক্ষিণ-পশ্চিম শ্রীনগর গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে। সে ২ কন্যা সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হাতুড়িটি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনীরা। এ ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় জসিম উদ্দিন রানা এবং রুবেল হোসেন নামে দুজনকে আটক করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টা ৪০ মিনিটের দিকে নুরুল আমিন স্থানীয় মসজিদে তারাবি নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে নিহতের ঘরের পাশের সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়। খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট-অবরোধ কর্মসূচী স্থগিত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে দাবি পূূরণে আশ্বাসের পর খুলনা-যশোর অঞ্চলের নয় রাষ্ট্রায়ত্ত পাটকলের আন্দোলরত শ্রমিকেরা এক সপ্তারের জন্য ধর্মঘট, সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী স্থগিত করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আজ বুধবার এক সপ্তাহের মজুরি প্রদান, আগামী এক সপ্তাহের মধ্যে সমুদয় বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন শ্রমিকদের খাতায় বসানোর শর্তে এক সপ্তাহের জন্য সব কর্মসূচী স্থগিত করেছেন পাটকল শ্রমিক নেতারা। একই সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুনরায় শ্রমিকরা কাজে যোগদান করবেন বলে শ্রমিকদের পক্ষে পাটকল শ্রমিকলীগ খুলনা অঞ্চলের আহ্বায়ক মুরাদ হোসেন এ ঘোষণা দেন। জেলা প্রশাসনের আহ্বানে অনুষ্ঠিত সভায় খুলনা শ্রম অধিদফতরের যুগ্ম পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন, বিজেএমসি খুলনা আঞ্চলিক লিয়াজোঁ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার হোসেন, খুলনাঞ্চলের আহ্বায়ক কিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মুরাদ হোসেন, পাটকল সিবিএ- নন সিবিএ ঐক্যপরিষদ নেতা ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দীন ইসলাম, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, খালিশপুর জুটমিলের সভাপতি দীন মোহাম্মদ, স্টার মিলের সভাপতি বেলাল হোসেনসহ ৯ পাটকলের শ্রমিক নেতৃবৃন্দ ও ৯ পাটকলের প্রকল্প প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বিজেএমসি চেয়াারম্যান, পাট মন্ত্রণালয়ের সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেন। সভা সূত্রে জানা যায় সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে প্রতিটি পাটকলে শ্রমিকদের মজুরি কমিশনের বিষয়টি খাতায় বসানো ও পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সব শ্রমিকের মজুরি কমিশন বাস্তবায়ন করা, বৃহস্পতিবার ও রবিবার চার সপ্তাহের মজুরি পরিশোধ করা এবং ঈদের আগেই সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়।
×