ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিডরে বিধ্বস্ত সেতু একযুগেও নির্মাণ হয়নি

প্রকাশিত: ১২:২৭, ২২ মে ২০১৯

সিডরে বিধ্বস্ত সেতু একযুগেও নির্মাণ হয়নি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জের দাউরার খালের ওপর এক যুগেও নির্মাণ হয়নি কোন ব্রিজ। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের তা-বে এখানে থাকা কাঠের ব্রিজটি ভেঙ্গে যায়। গ্রামবাসীর নিজস্ব অর্থে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। একটি ব্রিজের জন্য বার বার জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দফতরে ধর্ণা দিলেও গত এক যুগে গ্রামবাসী কোন সুফল পাননি। উপজেলার চিংড়াখালী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন সিংজোড়-চ-িপুর গ্রামের বুকচিরে বয়ে গেছে দাউরার খাল। দাউড়ার খালের পাশেই রয়েছে সিংজোড়-চ-িপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিংজোড়-চ-িপুর মাধ্যমিক বিদ্যালয় ও দাউরার (সেলিমগড়) বাজার। গ্রামবাসীর চলাচল ও যোগাযোগ রক্ষার জন্য খালের ওপর একটি কাঠের ব্রিজ ছিল। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের তা-বে ভেঙ্গে যায় কাঠের ব্রিজটি। সিডরের পরে এলাকাবাসী নিজস্ব অর্থায়নে বাঁশ ও সুপারি গাছ দিয়ে একটি সাঁকো তৈরি করেন। সেটিই একমাত্র ভরসা এ এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীদের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দুই বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী স্কুলে আসা-যাওয়া করে। এছাড়া প্রতিদিন এলাকার হাজার হাজার মানুষ এ সাঁকো পার হয়। বাধ্য হয়ে ছাগলসহ গবাদি পশু পার করেন এ সাঁকো দিয়ে। মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে আমি নিজে দাউরার খাল এলাকা পরিদর্শন করেছি। প্রতিদিন ঝুঁকি নিয়েই এ বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে স্থানীয়দের। উপজেলার তহবিলের সীমাবদ্ধতা সত্ত্বেও সেখানে যাতে একটি ব্রিজ নির্মাণ করা হয় সেজন্য আমি চেষ্টা করব। এ বিষয়ে বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শাহদাত হোসেন বলেন, ওই খালের ওপর যেহেতু কোন প্রকল্প নেই, তাই এ বিষয়ে কোন মন্তব্য করতে পারব না।
×