ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সন্ত্রাসবাদে অভিযুক্ত

প্রকাশিত: ১২:২৪, ২২ মে ২০১৯

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সন্ত্রাসবাদে অভিযুক্ত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় আটক অস্ট্রেলীয় নাগরিককে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে নিউজিল্যান্ডের পুলিশ এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টকে ‘সন্ত্রাসবাদে জড়িত’ বলে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই ট্যারেন্টের বিরুদ্ধে ৫১টি খুন ও ৪০টি খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। জুনে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। শ্বেতাঙ্গ বর্ণবাদী ট্যারেন্ট গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে নির্বিচার গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। আহত হন আরও ৪০ জন। নিউজিল্যান্ডের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার গুলিবর্ষণের ঘটনা। এ হামলার পর নিউজিল্যান্ডের পার্লামেন্ট সামরিক ধরনের আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে আইন পাশ করে। -বিবিসি জোকো উইদোদো প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে পরাজিত করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো। সহিংস অস্থিরতার আশঙ্কায় নির্ধারিত তারিখের একদিন আগে মঙ্গলবার ফল প্রকাশ করা হয়। নির্বাচনের ফল ঘোষণা সামনে রেখে রাজধানী জাকার্তায় প্রায় ৩২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, উইদোদো ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবোও পেয়েছেন ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিন জাতীয় ও স্থানীয় পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ভোটাররা ২০ হাজার স্থানীয় ও জাতীয় আইনপ্রণেতাকেও বেছে নিয়েছেন। এই ফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন কি না, তা এখনও নিশ্চিত করেননি প্রাবোও। চূড়ান্ত গণনার আগে ‘ব্যাপক প্রতারণার’ অভিযোগ করে রাস্তায় রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি। প্রচারের সময় দু’পক্ষের মধ্যে তিক্ততার সৃষ্টি হলেও নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়। স্বাধীন পর্যবেক্ষকরা ১৭ এপ্রিলের ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল বলে মত দিয়েছেন। -বিবিসি ও গার্ডিয়ান
×