ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুক্তিহীন ব্রেক্সিট হবে বিশ্বাসঘাতকতা ॥ হ্যামন্ড

প্রকাশিত: ১২:২৩, ২২ মে ২০১৯

চুক্তিহীন ব্রেক্সিট হবে বিশ্বাসঘাতকতা ॥ হ্যামন্ড

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনা ফলপ্রসূ না হওয়ার পর কী ঘটবে এ বিষয়ে টোরিদের মধ্যে খোলাখুলি বিবাদ শুরু হয়েছে। -খবর গার্ডিয়ান অনলাইনের। অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড যুক্তি দেখিয়ে বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তাব করা গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। ডাউনিং স্ট্রিট কথিত যে ‘নতুন ও উন্নত চুক্তিটি’ হাউস অব কমনসে উত্থাপন করা হবে তার ওপর মঙ্গলবার চূড়ান্ত ও বিস্তারিত আলোচনায় বসার কথা মন্ত্রিপরিষদের। এ চুক্তিতে আইরিশ ব্যাকস্টপ, শ্রমিক অধিকার ও পরিবেশগত সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে পূর্ণ আশ্বাসের কথা উল্লেখ থাকছে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। টোরিদলের মধ্যে সোমবার রাতে যে বিবাদের সৃষ্টি হয়ে তাতে ইঙ্গিত পাওয়া যায় যে, সাবেক উপ প্রধানমন্ত্রী মাইকেল হেসেলটিনের হুইপ- কর্তৃত্ব স্থগিত করা হয়েছে। তিনি বৃহস্পতিবারের ইউরোপীয় নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটদের ভোট দেবেন। এ কথা বলার পর তিনি এ কর্তৃত্ব হারান। কনজারভেটিভ এমপিরা প্রায় সমস্বরে বলেছেন, ৩ জুনে শুরু হওয়া সপ্তাহে মে তার চুক্তির ওপর ভোটে হেরে যাবেন এবং লেবার দলের সদস্যরা তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন না।
×