ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশনের পাশে দাঁড়ালেন প্রণব মুখার্জী

প্রকাশিত: ১২:২২, ২২ মে ২০১৯

নির্বাচন কমিশনের পাশে দাঁড়ালেন প্রণব মুখার্জী

ভারতে সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে কংগ্রেস দেশটির প্রায় সকল বিরোধীদল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। তাদের দাবি, নির্বাচন কমিশন মোদিকে ফের ক্ষমতায় ফেরাতে বিজেপির হয়ে কাজ করেছে। তবে এর মধ্যে কংগ্রেসের আজীবন নেতা ও সাবেক রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জী ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষে দাঁড়িয়েছেন। মঙ্গলবার ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির সম্পাদকীয় প্রধান সোনিয়া সিংয়ের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রণব বলেন, প্রকৃতপক্ষে দুর্বলরাই অপরের দোষ খুঁজে বেড়ায়। তিনি বলেন, প্রতিষ্ঠানের কোন দোষ নেই। কারণ একটি প্রতিষ্ঠান গড়ে উঠতে দীর্ঘ সময় লাগে। এ সময় ত্রুটিমুক্ত নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করে প্রণব মুখার্জী বলেন, আমি বিশ্বাস করি দুর্বলরা প্রতিষ্ঠানের দোষ খোঁজে। আর বুদ্ধিমানেরা ওই প্রতিষ্ঠানকে আরও কিভাবে কর্মক্ষম করা যায় তার উপায় নিয়ে ভাবে। খবর ইন্ডিয়া টাইমস ও নিউজ নাও অনলাইনের। মঙ্গলবারের ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেনও উপস্থিত ছিলেন।
×