ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোটগঠন প্রক্রিয়া জোরদার

প্রকাশিত: ১২:২১, ২২ মে ২০১৯

জোটগঠন প্রক্রিয়া জোরদার

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বুথ ফেরত জনমত জরিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফের ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিললেও বিরোধী শিবির বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। তারা বরং বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতে জোটগঠন প্রক্রিয়া অব্যাহত রেখেছে। কংগ্রেস প্রধান রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী, প্রদেশটির অপর নেতা অখিলেশ যাদবের সঙ্গে ফলপ্রসূ বৈঠক শেষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সোমবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন। মমতার সঙ্গে নাইডুর ওই ৪৫ মিনিটের বৈঠকে বিজেপি বিরোধী জোটগঠন নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সোমবারের বৈঠক নিয়ে কোন নেতাই মুখ খোলেননি। তবে মমতার সঙ্গে বৈঠকের আগে নাইডু বলেছিলেন, দিদির (মমতা) সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আমরা দিল্লীতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা করব। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের। রবিবার ভারতের লোকসভা নির্বাচনে শেষ দফা ভোটের পর বুথফেরত জরিপে গেরুয়া শিবিরের জয়ের আভাস দেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো মুখ খুলেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কিছুটা হতাশ কংগ্রেস সমর্থকদের চাঙ্গা করতে পাঠানো এক অডিও বার্তায় প্রিয়াঙ্কা বলেন, ‘আমার প্রিয় কংগ্রেস কর্মী, বোন এবং ভাইয়েরা, গুজবে কান দেবেন না এবং বুথফেরত সমীক্ষার ফলাফলে হতাশ হবেন না। আপনাদের মনোবল ভেঙ্গে দিতেই এই কৌশল নেয়া হয়েছে। এই সময় সতর্ক থাকার সময়। ভোট গণনা কেন্দ্র এবং স্ট্রং রুমের দিকে সতর্ক নজর রাখুন। আমাদের চেষ্টার ফল মিলবেই, এইটুকু আত্মবিশ্বাস আমাদের আছে। কারণ আসল ফলাফল ভোটাররাই দেবেন। জনমত জরিপের বেশিরভাগই ভুয়া হয় বলে দাবি করেন তিনি। এসব জনমত জরিপ স্রেফ ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কংগ্রেসের মনোবল ভেঙ্গে দেয়ার জন্যই বিজেপি চক্রান্ত করে এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলো করিয়েছে। তার বার্তা, কোনভাবেই প্ররোচনায় পা দেয়া যাবে না। কংগ্রেস কর্মীদের শক্ত থাকার পরামর্শও দেন তিনি। পাশাপাশি স্ট্রং রুমের আশপাশে সন্দেহজনক গতিবিধি নজরে আসলে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ইভিএম এখন স্ট্রং রুমে বন্দী। ফলে নানা চক্রান্ত করার ঘটনা ঘটতে পারে। সাবধান থাকুন, সতর্ক থাকুন? ২৩ তারিখ পর্যন্ত এই সতর্কতা জারি রাখুন। একই কথা বলেছেন এনসিপি নেতা শারদ পাওয়ারও। তার মতে এই সব জরিপকে গুরুত্ব দেয়ার কিছু হয়নি। সাধারণ মানুষ এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে বেশ হতাশ। আসল চেহারা দেখা যাবে ২৩ তারিখ। তার আগে, এত কথা না বলাই ভাল। ২৩ তারিখই সব সত্যি সামনে আসবে। জনমত জরিপ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জীও। তিনি বুথফেরত সমীক্ষাকে ‘গসিপ’ বলে সমালোচনা করেন। একই সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেছিলেন, ‘আমি এই বুথফেরত সমীক্ষার গসিপে বিশ্বাস করি না। গসিপ ছড়িয়ে দিয়ে হাজার হাজার ইভিএম পাল্টে দেয়ার ষড়যন্ত্র চলছে। আমি সমস্ত বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সাহসী থাকার আহ্বান জানাচ্ছি। এই লড়াই আমরা সবাই একসঙ্গে লড়ব। দলীয় কর্মীদের চাঙ্গা করতে অনেকটা তার দেখানো পথেই হাঁটলেন কংগ্রেস সাধারণ সম্পাদক। উল্লেখ্য, গত বছর বিজেপি জোট থেকে পদত্যাগ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাইডু। এরপর থেকে তিনি একটি বিজেপি বিরোধী জোট গঠনে তৎপর রয়েছেন।
×