ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুত খাতের বেশিরভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

প্রকাশিত: ১২:১৩, ২২ মে ২০১৯

বিদ্যুত খাতের বেশিরভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত খাতে কোম্পানির সংখ্যা ৯টি। এর মধ্যে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে ৫ কোম্পানির মুনাফা বেড়েছে এবং ৪ কোম্পানির মুনাফা কমেছে। মুনাফা বৃদ্ধি পাওয়া ৫ কোম্পানির মধ্যে চার কোম্পানির মুনাফায় চমক দেখা দিয়েছে। কোম্পানিগুলো হলো-ইউনাইটেড পাওয়ার, পাওয়ার গ্রীড এবং ডেসকো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ’১৮ হতে মার্চ ’১৯) ডেসকোর মুনাফা বেড়েছে ১১০.৬৩ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৮৩.৭৩ শতাংশ এবং পাওয়ার গ্রীডের ৬৪.৭৭ শতাংশ। আর জিবিবি পাওয়ারের মুনাফা বেড়েছে ৩১.০৩ শতাংশ এবং সামিট পাওয়ারের ৫.০১ শতাংশ। অন্যদিকে, মুনাফা কমেছে ডরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, খুলনা পাওয়ার ও বারাকা পাওয়ারের। খুলনা পাওয়ারের মুনাফা কমেছে ১৬.৭২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৯.৯০ শতাংশ, বারাকা পাওয়ারের ৭.৩৯ শতাংশ এবং ডরিন পাওয়ারের ৩.৮০ শতাংশ। তবে বিদ্যুত খাতে ৯ কোম্পানির মধ্যে মুনাফার দিক থেকে শীর্ষস্থানে অবস্থান করছে ৬ কোম্পানি। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকার বেশি। এর মধ্যে শেয়ারপ্রতি ১২.৮৮ টাকা মুনাফা নিয়ে প্রথম স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। দ্বিতীয় স্থানে শেয়ারপ্রতি ৫.৮০ টাকা মুনাফা নিয়ে উঠে এসেছে পাওয়ার গ্রীড। এরপর ডরিন পাওয়ারের শেয়ারপ্রতি মুনাফা ৫.৩২ টাকা, সামিট পাওয়ারের ৩.৫৬ টাকা, শাহজিবাজার পাওয়ারের ৩.৫৪ টাকা এবং খুলনা পাওয়ারের ৩.০৯ টাকা। এদিকে, মূল্য আয় অনুপাতের (পিই রেশিও) দিক থেকে সর্বোচ্চ বিনিয়োগ উপযোগী অবস্থানে রয়েছে পাওয়ার গ্রীড। সর্বশেষ শেয়ার দরের ভিত্তিতে পাওয়ার গ্রীডের পিই ৭.৯৮। এরপর রয়েছে সামিট পাওয়ারের পিই ৮.৩৮, জিবিবি পাওয়ারের ১১.৪৫, ডরিন পাওয়ারের ১১.৮০, কেপিসিএলের ১২.৯৪, বারাকা পাওয়ারের ১৭.২৪, ডেসকোর ১৭.৭৩, ইউনাইটেড পাওয়ারের ১৮.৫৯ এবং শাহজিবাজার পাওয়ারের ১৮.৬২।
×