ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে ৬৩ ভাগ কোম্পানির দর পতন

প্রকাশিত: ১২:১৩, ২২ মে ২০১৯

শেয়ারবাজারে ৬৩ ভাগ কোম্পানির দর পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে নানাবিধ পদক্ষেপ নেয়া হলেও পতনেই ঘুরপাক খাচ্ছে। সোমবারের মতো মঙ্গলবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা থাকলেও নতুন কোম্পানি রানার অটোমোবাইলের লেনদেন শুরু স্বাভাবিক বাজারকে কিছুটা প্রভাবিত রয়েছে। সার্বিক লেনদেনের আগ্রহ এই কোম্পানিকে ঘিরে থাকার কারণে সূচকেও ওঠানামা চলতে থাকে। ফলে অনেক বিনিয়োগকারীই হাতে থাকা শেয়ার বিক্রি করে রানার অটোমোবাইলের পেছনে ছুটতে থাকে। দিনশেষে তাই সার্বিক সূচকের ওপর চাপ পড়ে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ ও ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯৫ ও ১ হাজার ৮২২ পয়েন্টে। জানা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৬৯ লাখ টাকা। যা আগের দিন থেকে ৩৬ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানির মধ্যে ৮৭টির বা ২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২১৭টি বা ৬৩ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি বা ১২ শতাংশ কোম্পানির। দেখা গেছে, গত কয়েকদিন ধরে দর বাড়তে থাকা ব্যাংক খাতের মঙ্গলবারও দরপতন ঘটেছে। দিনটিতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে মাত্র ৫টির দর বেড়েছে। বাকিগুলোর দর কমেছে ও অপরিবর্তিত ছিল। ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৬টির দর বেড়েছে। বাকিগুলোর দর কমেছে। প্রকৌশল খাতের ৩৮ কোম্পানির মধ্যে ১১টির দর বেড়েছে। বাকিগুলোর দর কমেছে ও অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রানার অটোমোবাইলের। এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ১৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে এসকে ট্রিমস। এই তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ বাংলাদেশ সাবমেরিন কেবল, ব্র্যাক ব্যাংক, ডরিন পাওয়ার, ইস্টার্ন কেবল, ন্যাশনাল টিউব, এস্কোয়্যার নিট কম্পোজিট এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। সেখানে ৩৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×