ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনসিডিলে ভেজাল, ধরা পড়ল দুইজন

প্রকাশিত: ১১:৩২, ২২ মে ২০১৯

ফেনসিডিলে ভেজাল,  ধরা পড়ল দুইজন

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যদ্রব্য ভেজালকারীদের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নেমেছে ভেজাল ফেনসিডিল প্রস্তুতকারীরাও। তারাও পিছিয়ে নেই। আসল ফেনসিডিল এনে তার সঙ্গে পানি মিশিয়ে ভেজাল ফেনসিডিল তৈরি করা হচ্ছে। মাদকটির চাহিদা থাকায় আর সেই প্রতি বোতল ভেজাল ফেনসিডিলই বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে দুইজন ভেজাল ফেনসিডিল প্রস্তুতকারী গ্রেফতার হওয়ার পর বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সোমবার রাত আটটার দিকে ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেট এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ। অভিযানকালে একটি প্রাইভেটকারকে থামার জন্য নির্দেশ দেয়া হয়। পুলিশের সিগন্যাল পেয়েই গাড়ি রেখেই পালিয়ে যায় চালক শহীদ। এ সময় পুুলিশ ধাওয়া করে প্রাইভেটকারের আরোহী হিসেবে থাকা দুই মাদক বিক্রেতা বিপ্লব হোসেন রুবেল (৩২) ও ফারুক হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়।
×