ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনকারী পুলিশের সেই নায়েক কারাগারে

প্রকাশিত: ০৬:০৭, ২১ মে ২০১৯

মাদারীপুরে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনকারী  পুলিশের সেই নায়েক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর শহরের টিবি ক্লিনিক রোড এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় পুলিশের সেই নায়েক মোক্তার হোসেনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে মোক্তারকে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। সোমবার রাতে ওই স্কুলছাত্রীর মামা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরপরই রাতে পুলিশ সদস্য মোক্তার হোসেনকে গ্রেফতার করে সদর থানার পুলিশ। মামলার এজাহারে সূত্রে জানা গেছে, মাদারীপুর পুলিশ লাইনস-এ কর্মরত নায়েক মোক্তার হোসেন শহরের টিবি ক্লিনিক রোড এলাকার তার ভাড়া বাসার প্রতিবেশি এক স্কুলছাত্রীকে রবিবার রাতে ডেকে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে ওই স্কুলছাত্রীকে যৌন নির্যাতন করে এবং ধর্ষণ শেষে মারধর করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাইরে থেকে মোক্তারের ঘরের দরজা বন্ধ করে দেয়। মোক্তার টের পেয়ে ওই স্কুলছাত্রীকে ঘরের পেছনের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়। এতে ওই স্কুলছাত্রীর গুরুতর আহত হয় এবং তার পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘ঘটনার পর থেকেই ওই পুলিশ সদস্যকে আমরা নজরদারিতে রাখি। এমনকি ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে তাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। ওই দিনই ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইনস-এ সংযুক্ত করা হয়। রাতে মামলা হলে আমরা অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করি। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠায়।’
×