ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধান ক্রয়ে দুর্নীতি থাকলে কঠোর ব্যবস্থা নিতে হবে ॥ জি এম কাদের

প্রকাশিত: ১০:১১, ২১ মে ২০১৯

 ধান ক্রয়ে দুর্নীতি থাকলে কঠোর ব্যবস্থা নিতে হবে ॥ জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকারীভাবে ধান ক্রয় প্রক্রিয়ায় কোন দুর্নীতি থাকলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সোমবার রাজধানীর বংশালে রওশান মহল মিলনায়তনে বংশাল থানা জাপা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মধ্যে শক্তিশালী নেতৃত্ব আমরা দেখতে পাই। দুর্নীতি রোধে প্রধানমন্ত্রীকে সব সময় জাতীয় পার্টি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায়, চাল রফতানিতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে জাপা ভারপ্রাপ্ত চেয়ারমানের সাক্ষাৎ ॥ ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় ভারতীয় হাইকমিশনারের বাসভবনে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ^দীপ দে, প্রথম সচিব নবনীতা চক্রবর্তী এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের কূটনৈতিক উপদেষ্টা এবং সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাত শেষে জি এম কাদের বলেন, তারা ভ্রাতৃপ্রতিম দুটি দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।
×