ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ নদী রক্ষায় মাস্টারপ্ল্যান

চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বৃদ্ধি সরকারের প্রথম অগ্রাধিকার ॥ নৌ-প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:১১, ২১ মে ২০১৯

 চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বৃদ্ধি সরকারের প্রথম অগ্রাধিকার ॥ নৌ-প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ মূল চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ ও গতিশীলতা বৃদ্ধি সরকারের প্রথম অগ্রাধিকার। দেশের অর্থনীতির আকার ও আমদানি-রফতানি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বন্দরের সম্প্রসারণে পর্যায়ক্রমে সকল উদ্যোগ বাস্তবায়িত হবে। কর্ণফুলীসহ গুরুত্বপূর্ণ পাঁচ নদীকে দখল ও দূষণমুক্ত করা হবে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে মাস্টারপ্ল্যান অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী। সোমবার চট্টগ্রাম বন্দরে সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের বেটার্মিনাল কার্যক্রম থেমে নেই। ১৩২ বছরের পথচলা এই বন্দরের। চট্টগ্রাম বন্দর বেশ ভালভাবে চলছে। এ নিয়ে ভাবনার কিছু নেই। চট্টগ্রাম বন্দর আমাদের প্রথম অগ্রাধিকার। এই বন্দর বিশ্বের শীর্ষ বন্দরগুলোর অন্যতম হবে, এটি প্রধানমন্ত্রীর লক্ষ্য। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল জুলফিকার আজিজ এবং দায়িত্বশীল উর্ধতন কর্মকর্তারা। সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগে উল্লেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বৃদ্ধির জন্য অনেক পরিকল্পনা নিয়েছেন। এই সব পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সকল ক্ষেত্রে চেন অব কমান্ড থাকতে হবে। কর্মচারীরা আমাদের সম্পদ।
×