ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচী ॥ স্মারকলিপি

প্রকাশিত: ১০:০১, ২১ মে ২০১৯

 খুলনায় পাটকল শ্রমিকদের  অবস্থান কর্মসূচী ॥ স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ ও সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ব¡রে অবস্থান কর্মসূচী পালন এবং পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট কুদরত-ই-খুদা, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক নেতা মুরাদ হোসেন, খলিলুর রহমান, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু, সিপিবি কেন্দ্রীয় নেতা এস.এ রশিদ, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফউজ জামান, পাট ও পাটকল শিল্প রক্ষা কমিটি যুগ্ম-সম্পাদক মোঃ খালিদ হোসেন, খুলনা জেলা আইনজীবী সমিতের সভাপতি এ্যাডভোকেট নুরুল হাসান রুবা, সধারণ সম্পাদক এ্যাডভোকেট মোল্লা মশিযুর রহমান নান্নু প্রমুখ। বক্তরা বলেন, খুলনা অঞ্চলের ৩৫ হাজার শ্রমিক গত তিন মাস ধরে মজুরি না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। তাদের প্রায় ৪০০ শতাধিক সন্তান এস.এস.সি পাস করে অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারছে না। . সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, বকেয়া ৩ মাসের বেতন ও ২০১৫ সালের মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে সোমবার সকালে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলস্ শ্রমিকদের উদ্যোগে আন্দোলন ও অবস্থান কর্মসূচী পালিত হয়। জুট মিলস্ চত্ব¡রে সকাল ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচী চলাকালে বক্তারা আসন্ন ঈদ উপলক্ষে ২০১৫ সালের মজুরি কমিশন বাস্তবায়ন এবং এই কমিশন অনুযায়ী উৎসব ভাতার দাবি জানান। দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত শুধু নয় আরও বৃহত্তর কর্মসূচী গড়ে তোলার হুমকি দিয়ে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুুল খালেক, জাতীয় জুট মিলস্ শ্রমিকদের সভাপতি আওরঙ্গ আজিজ স্বপন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দ।
×