ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাগরে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা বন্ধ

প্রকাশিত: ০৯:৫৬, ২১ মে ২০১৯

 সাগরে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা বন্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বলবত হয়েছে। এর ফলে সীতাকন্ড থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলজুড়ে এখন শত শত ছোট-বড় ফিশিং বোট নোঙর করেছে। ইলিশের প্রজননকাল উপলক্ষে সরকার ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা রবিবার গভীর রাতের পর থেকে কার্যকর হয়েছে। মৎস্য আহরণের সঙ্গে জড়িতরা আগামী দু’মাসেরও অধিককাল তাদের রুটি-রুজির ভবিষ্যত নিয়ে এখন শঙ্কায় রয়েছে। চট্টগ্রামে গত রবিবার জেলেদের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘেরাও করে, মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ৬৫ দিন থেকে ৩০ দিন কমিয়ে নেয়ার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি মে থেকে জুলাই মাসের পরিবর্তে মাছ ধরার নিষেধাজ্ঞা আগামীতে চৈত্র থেকে বৈশাখ মাস করারও দাবি জানানো হয়েছে। উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনের ব্যানারে বিক্ষোভ মিছিলও হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুন্ড থেকে দক্ষিণ পতেঙ্গা পর্যন্ত ৫৩ হাজার জেলে পরিবারের বসবাস রয়েছে। অপরদিকে, কক্সবাজারে রবিবারের মধ্যে শত শত ছোট-বড় মাছ ধরার ফিশিং বোট উপকূলে ফিরে এসেছে। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির দাবি অনুযায়ী সেখানে প্রায় ৭ হাজার মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা এখন বিভিন্ন ঘাটে নোঙর করেছে। প্রসঙ্গত, ইলিশের প্রজননকাল নিয়ে বৈজ্ঞানিক ভিত্তিক সুপারিশের ভিত্তিতে সরকার সোমবার থেকে পরবর্তী ৬৫ দিন অর্থাৎ আগামী ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে। তবে অতীতে ছোট ছোট ইঞ্জিনচালিত ফিশিং বোটের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ২২ দিনের। বর্তমান মৌসুমে এ প্রথমবারের মতো ছোট বড় সব ধরনের ইঞ্জিনচালিত বোট ও ট্রলারের ওপর সাগরে মাছ ধরার ক্ষেত্রে টানা ৬৫ দিন নিষেধাজ্ঞা বলবত হলো।
×