ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজবাড়ীতে দেড় শ’ বছরের ভবন ভাঙ্গায় প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৫৪, ২১ মে ২০১৯

 রাজবাড়ীতে দেড় শ’  বছরের ভবন  ভাঙ্গায় প্রতিবাদ

সংবাদদাতা, রাজবাড়ী, ২০ মে ॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের দেড় শ’ বছরের পুরনো ভবন ভেঙ্গে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন, রাজবাড়ীর ব্যানারে বেলা ১১টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম। তিনি তার বক্তৃতায় বলেন, ভবনটি সংরক্ষণের ব্যবস্থা করা না হলে আমি আত্মাহুতি দেব। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ছাড়াও নানা শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
×