ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমতলীতে দুই মাস পর অপহৃত কিশোরী উদ্ধার

প্রকাশিত: ০৯:৫১, ২১ মে ২০১৯

 আমতলীতে দুই মাস পর অপহৃত কিশোরী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২০ মে ॥ উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের এক কিশোরীকে অপহরণের দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার অপহৃতকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, পশ্চিম সোনাখালী গ্রামের এক কিশোরী ও পাশর্^বর্তী কুকুয়া ইউনিয়নের বশির মোল্লার ছেলে রবিন হোসেন রাজ শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে লেখাপড়া করে আসছে। ওই কিশোরীকে বিভিন্ন সময় রবিন হোসেন রাজ উত্ত্যক্ত করত। বিষয়টি কিশোরী বিদ্যালয় কর্তৃপক্ষ ও রবিনের অভিভাবকের কাছে জানায়। কিন্তু রবিনের অভিভাবক এতে কোন কর্ণপাত করেনি। এ বছর ওই বিদ্যালয় থেকে তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। গত ১৮ মার্চ কিশোরী বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে রবিন হোসেন রাজসহ ৪/৫ লোক মোটরসাইকেলে করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। দুই মাস ধরে ওই কিশোরীর কোন হদিস ছিল না। এ ঘটনায় কিশোরীর বাবা গৌতম বিশ^াস বাদী হয়ে ১৮ মার্চ রবিনকে প্রধান করে ৭ জনকে আসামি করে আমতলী থানায় অপহরণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়ণগঞ্জ র‌্যাব-১১’র সদস্যদের সহযোগিতায় আমতলী থানার এসআই আকবর আলী ভুইয়া অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
×