ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিষ প্রয়োগে রেণুপোনা নিধন

প্রকাশিত: ০৯:৪৯, ২১ মে ২০১৯

 বিষ প্রয়োগে রেণুপোনা নিধন

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রেণুপোনা উৎপাদনের এক ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে প্রায় দুই লাখ রেণুপোনা মারা গেছে বলে ঘের মালিক অভিযোগ করেছেন। সোমবার ভোরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গনি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘের মালিক জাফর মৃধা জানান, প্রায় ১৫ বছর ধরে তিনি নয়াভাঙ্গনি গ্রামে দেড় একর জমির একটি ঘেরে রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির ডিম দিয়ে রেণুপোনা উৎপাদন করে আসছেন। সোমবার ভোরে তার সেই ঘেরে বিষ প্রয়োগ করা হয়। এতে তার লক্ষাধিক টাকা মূল্যের প্রায় দুই লাখ রেণুপোনা মরে গেছে। জাফর মৃধা বলেন, কিছুদিন আগে আমার ঘেরের মধ্যে নিজেদের জমি দাবি করে স্থানীয় ভূমিদস্যু বেলায়তে মৃধা, নূর হোসেন ও রেজিনা বেগম একটি ঘর ওঠাতে চায়। আমি বাধা দেয়ায় তাদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়।
×