ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাজার কোটি টাকার দুর্নীতির খবরেও দুদকের কোন তৎপরতা নেই ॥ রিজভী

প্রকাশিত: ০৯:৪৯, ২১ মে ২০১৯

  হাজার কোটি টাকার  দুর্নীতির খবরেও  দুদকের কোন  তৎপরতা নেই ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ হাজার কোটি টাকার দুর্নীতির খবরেও রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের বিষয়ে দুদকের কোন তৎপরতা নেই বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারবিরোধী নেতাদের দমন, ক্ষমতাসীনদের দুর্নীতি মোছার যন্ত্র হিসেবে কাজ করে আসছে দুদক। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, দেশ যে দুর্নীতিতে ছেয়ে গেছে তার প্রমাণ ব্যাংক, বীমা, কয়লা-পাথর, শেয়ার মার্কেট গলধর্করণের পর এখন রূপপুর আনবিক প্রকল্পের সাগর চুরির খবরে দেশবাসী বিস্মিত। উন্নয়নের কথা বলে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করা হচ্ছে মহাদুর্নীতির ওপর ভর করে। প্রকল্পের কর্মরত মালি-চালকের বেতন লাখ টাকার কাছাকাছি, যা শুধু নজীরবিহীনই নয়। এটি একটি জাহাজ মার্কা দুর্নীতিরই দৃষ্টান্ত। দেশব্যাপী বিভিন্ন সেক্টরে দুর্নীতি ও লুটপাটের যে মচ্ছব চলছে, ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা জড়িত বলেই বিচার হচ্ছে না। দুদক নখদন্তহীন নিশ্চল নির্বিকার প্রাণীর ভূমিকা পালন করছে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, দেশে আজ লুটপাটের নীতিই প্রাধান্য বিস্তার করেছে। ঋণখেলাপীদের আরও ঋণ দেয়া হচ্ছে। মধ্যরাতের ভোট ডাকাতির সহায়তাকারীদের বিনা সুদে গাড়ি বাড়ি কেনার ঋণ দেয়া হচ্ছে। অপরদিকে সরকারের ইচ্ছায় সাজানো মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। বেগম জিয়া গত চারদিন ধরে কোন রকমে জাউ ভাত খেয়ে বেঁচে আছেন। তার মুখে ঘা হয়ে ফুলে গেছে। জিহ্বা নাড়াতে পারছেন না। শয্যাশায়ী। এই রমজানে জেলে তার অবস্থা বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দী করে গণতন্ত্রকে সমাহিত করেছে সরকার। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার রক্তপাতের মাধ্যমে পিশাচের রাজত্ব কায়েম হয়েছে। এতে মানুষ শঙ্কিত হয়েছে উল্লেখ করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি দাবি করে রিজভী বলেন, ‘আইনের শাসনকে ফাঁসিতে লটকিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি দাপিয়ে বেড়াচ্ছে দেশব্যাপী। সুতরাং বর্তমান দুঃশাসনের অবসান না হলে দেশে ভয়ের শাসনই জারি থাকবে। সেজন্য ‘গণতন্ত্রে মা’ কে কারামুক্ত করাই এখন গণতান্ত্রিক শক্তির প্রধান দায়িত্ব। এদিকে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল করে জাতীয়তাবাদী যুবদল। রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়।
×