ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানিতে ডুবে চাচাত ভাই বোন ও কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৪৯, ২১ মে ২০১৯

 পানিতে ডুবে চাচাত ভাই বোন ও কিশোরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ও সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম ॥ পুকুরে গোসল করতে নেমে চাচাত ভাইবোন দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামে। সন্ধ্যায় শিশু দুইটির মরদেহ পুকুর হতে উদ্ধার করা হয়। পঞ্চপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান উক্ত গ্রামের নাজমুল হুদার ৭ বছরের মেয়ে শ্যামলী ও বাবুল হোসেনের চার বছরের ছেলে রাতুল পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে গ্রামের ভেড়পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। বিকেল পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায় না। বিকেলে তাদের মরদেহ ভেসে উঠে। নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে চট্টগ্রামের বোয়ালখালীতে খালের পানিতে গোসল করতে গিয়ে আঁখি আকতার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার অলিবেকারি এলাকার ছন্দারিয়া খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আঁখি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আঁখিকে উদ্ধার করে। নিহত আঁখি উপজেলার পূর্ব গোমদ-ী বহদ্দার পাড়ার আবুল হোসেনের মেয়ে। সে অলি বেকারি এলাকার ফতে আলী মোহাম্মদ বাড়ির নানার বাড়িতে থাকত। আঁখির মামা খোরশেদুল আলম জানান, আঁখি প্রতিদিনের ন্যায় বাড়ির পাশের খালে গোসল করতে গেলে পা পিছলে পড়ে নিখোঁজ হয়। এসময় খালে প্রবল জোয়ার ছিল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেন। আঁখি সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, উপজেলার আহমদ হোসেন কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল সে।
×