ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের সভাপতির সঙ্গে প্রতিমন্ত্রী ইমরানের বৈঠক

প্রকাশিত: ০৯:৪৮, ২১ মে ২০১৯

 মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের সভাপতির সঙ্গে প্রতিমন্ত্রী ইমরানের বৈঠক

ফিরোজ মান্না ॥ মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের সভাপতি ও জোট পাকাতান হারাপানেও সভাপতি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাত করেছেন মালয়েশিয়ায় সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। এ সময় মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। তিনি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে তার সরকারকে অনুরোধ জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার দুপুর ১২টার দিকে আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) মোঃ জহিরুল ইসলাম, প্রথম সচিব মোঃ হেদায়েতুল ইসলাম (শ্রম) প্রমুখ। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় আনোয়ার ইব্রাহিম প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। এমন কর্মঠ বাংলাদেশী কর্মীদের বেতনভাতা, আবাসন এবং কল্যাণের বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। এ ছাড়া বিদেশী কর্মীদের সুষ্ঠু ও একক ব্যবস্থাপনা বিষয়ে সরকার কাজ করছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বাংলাদেশী কর্মীদের কল্যাণে মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কর্মী নিয়োগের বিষয়ে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্যও আহ্বান জানান। প্রতিমন্ত্রী গত বুধবার সাবা সারাওয়ার প্রদেশ ভিজিট করেন এবং সেখানকার গবর্নরের সঙ্গেও বৈঠকে করেন। জনসংযোগ কর্মকর্তা বলেন, এ মাসের ৩০-৩১ তারিখে দুই দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হবে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়টি কিভাবে হবে। ইতোমধ্যে মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ গত মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. তান শ্রী দাতো সেরি উতামা মহিউদ্দিন ইয়াসিন এবং মানবসম্পদমন্ত্রী তান কুলাসেগারানের সঙ্গে তাদের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মালয়েশিয়ায় বর্তমানে স্থগিত থাকা শ্রমবাজারকে উন্মুক্তকরণ প্রসঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী তান কুলাসেগারান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, বিষয়টি নিয়ে তার সরকার সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করে।
×