ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়া-৬ সদর আসন

ঈদ আমেজের মধ্যেই বেজে উঠছে উপনির্বাচনী বাদ্য

প্রকাশিত: ০৯:৪৩, ২১ মে ২০১৯

 ঈদ আমেজের মধ্যেই বেজে উঠছে উপনির্বাচনী বাদ্য

সমুদ্র হক ॥ যে টুকু রাখঢাক ছিল তা আর রইল না। দুয়ার খুলে গেছে। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করছেন। এমনটি নিশ্চিত করেছে দলগুলো। সামনেই ঈদ। ঈদের আমেজের মধ্যেই পড়েছে উপনির্বাচন। রবিবার রাতে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে। আগামীকাল বুধবার বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে। ২৩ মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। এরপর যাচাইবাছাই ও প্রত্যাহারের পর্ব শেষে ২৪ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটারগণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রদান করবেন। একাদশ নির্বাচনে এই আসনে বিজয়ী হন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি শপথগ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষিত হয়ে উপনির্বাচনের দিনক্ষণ ঠিক হয়। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা। রবিবার ঢাকায় আওয়ামী লীগের বিশেষ বৈঠকে তাকেই মনোনয়ন দেয়া হয়। এই আসনে আওয়ামী লীগের ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। যারা জমা দিয়েছিলেন তাদের মধ্যে বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারেন। তিনিও প্রচ্ছন্নভাবে তা বলেছেন। মাসুদুর রহমান মিলন জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের ছোট ছেলে। বাবার পরিচয়ে তিনি পরিচিত। একাদশ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মহাজোটের পক্ষে জাতীয় পার্টির (জাপা) নুরুল ইসলাম ওমর। তিনি পরাজিত হন। উপনির্বাচনে আশা করে ছিলেন আওয়ামী লীগ তাকে মহাজোটের পক্ষে মনোনয়ন দেবে। সেই আশার গুড়েবালি পড়ায় সিদ্ধান্ত পাল্টেছেন। এক সূত্রের মতে তিনি জাপার প্রার্থী হয়ে নির্বাচন করতে পারেন। এই আসনের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না এ নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। কে প্রার্থী হচ্ছেন তাও প্রায় ঠিক হয়েই আছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মনোনয়ন দেয়ার পরিকল্পনা করে পরে তাকে বাদ দেয়া হয়েছে। বিএনপির সূত্র জানায়, লন্ডন প্রবাসী তারেক রহমানের ইচ্ছা উপনির্বাচনে স্থানীয় এমন কোন নেতাকে মনোনয়ন দেয়া যিনি সংসদে দলের পক্ষে জোড়ালো কণ্ঠে কথা বলতে পারবেন। এ ক্ষেত্রে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মোহাম্মদ সিরাজের নাম উত্থাপিত হয়। সম্প্রতি তাকে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনোনয়ন করা হয়েছে। জেলা বিএনপির খ-িত ক্ষুদ্র একটি অংশ আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করে অফিসে তালা ঝুলিয়েছে। তবে গোলাম মোহাম্মদ সিরাজ যে মনোনয়ন পাচ্ছেন তাও আপাতত বলা যায়। তিনিও বলেছেন, দল মনোনয়ন দিলে মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এদিকে বাম গণতান্ত্রিক ফ্রন্ট উপনির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একাদশ নির্বাচনে বামের পক্ষে প্রার্থী ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। বগুড়া-৬’র উপনির্বাচন নিয়ে সাধারণের আগ্রহ বাড়ছে। মনোনয়নপত্র জমা দেয়ার পর ৩ জুন আনুষ্ঠানিকতার প্রত্যাহার পর্ব শেষে যারা টিকে থাকবেন তাদের সমুখে ঈদ। বগুড়া সদরে এবারের ঈদ ও ঈদ পুনর্মিলনের অনেকটা অংশজুড়েই যে নির্বাচনী বাদ্য বাজবে সেই আঁচও স্পষ্ট। এর আগে রাজনৈতিক ও প্রার্থীদের ইফতার মহফিলেও যে নির্বাচনের প্রচার বিষয়টি চলে আসবে তাও বলাবলি হয়। ২৪ মে আওয়ামী লীগের যৌথ কর্মিসভা ও ইফতার মহফিলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপনির্বাচনের প্রার্থী টি জামান নিকেতাকে পরিচয় করিয়ে দিয়ে ভোট প্রদানের আহ্বান জানানোর প্রস্তুতি চলছে। সব মিলিয়ে বগুড়ার নির্বাচনী আমেজ চলে আসছে।
×