ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:৪২, ২০ মে ২০১৯

ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ

অনলাইন রিপোর্টার ॥ ময়মনসিংহের ভালুকায় শিল্প পুলিশের সাথে জনসাধারণের সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অবরোধ করে রেখেছেন ব্যবসায়ীরা। এই ঘটনায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। স্থানীয়রা জানান, সোমবার (২০ মে) সন্ধ্যায় স্থানীয় এক ব্যবসায়ীকে মারধর করে পুলিশ। এর প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ করলে শিল্প পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যবসায়ীরা ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা অবরোধ করে। এসময় জনগণ ‘আর কোন শিল্প সন্ত্রাসী পুলিশ চাই না’ স্লোগান দিয়ে টায়ার জ্বালিয়ে দেয় সড়কে। এই সংঘর্ষে চার পুলিশসহ আহত হয়েছেন ২৫ জন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। ভালুকা থানার ডিউটি অফিসার বলেন, ভালুকা থানাধীন সিডস্টোর বাজার নামকস্থানে ইফতারির সময় এই ঘটনা ঘটে। তবে আমরা এখনও কারণ জানতে পারিনি। তবে এই ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এরমধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহে নেয়া হয়েছে।
×