ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে মূল্য সংশোধন

প্রকাশিত: ০৯:০১, ২১ মে ২০১৯

শেয়ারবাজারে মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবার সূচকের বড় উত্থান হলেও সোমবার শেয়ারবাজারে মূল্য সংশোধন ঘটেছে। বিনিয়োগকারীদের মুনাফা তোলার নীতির কারণেই শেয়ারবাজারে দরপতনের ঘটনা ঘটেছে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ কোম্পানিরই দর কমেছে। এদিন টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সকালেই সার্বিক সূচকের পতন দিয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। একবারের জন্যও সেখানে সূচকের উর্ধগতি দেখা যায়নি। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ ও ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯৯ ও ১ হাজার ৮৩৩ পয়েন্টে। জানা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৭৩ লাখ টাকা। যা আগের দিন থেকে ৫৬ কোটি টাকা কমে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানির মধ্যে ৫০টির বা ১৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৬২টি বা ৭৬ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি বা ৯ শতাংশ কোম্পানির। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এদিন ব্যাংকটির ৪০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এসকে ট্রিমের ১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ফরচুন সুজ। লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্যাংক এশিয়া, আইএফআইসি, ডরিন পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক এবং এস্কোয়্যার নিট কম্পোজিট। এদিকে সোমবারে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। জানা গেছে, রবিবার ব্যাংকটির শেয়ার দর ছিল ২১.৬০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ১৯.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা বা ৯.২৫ শতাংশ। এর মাধ্যমে আল আরাফাহ ইসলামী ব্যাংক ডিএসইর দর হারানোর তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে দর হারানোর তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিলের ৭.৪৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭.২৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.৬৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬ শতাংশ, ফাঁস ফাইন্যান্সের ৪.৯০ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৫৯ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৩৮ শতাংশ এবং রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৩২ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫০টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। আজ ১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×