ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি ও আমিরাতের তেল পাম্পে হামলায় বাংলাদেশের উদ্বেগ

প্রকাশিত: ১২:৪৩, ২০ মে ২০১৯

সৌদি ও আমিরাতের তেল পাম্পে হামলায় বাংলাদেশের  উদ্বেগ

বাংলানিউজ ॥ সৌদি আরবের পূর্ব প্রদেশে তেলের দুটি পাম্পিং স্টেশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি সৌদি আরবের পূর্ব প্রদেশে তেলের পাম্প স্থাপনা এবং সংযুক্ত আরব আমিরাতের এমিরিতি তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। যা এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রতিকূল প্রভাব ফেলবে। এ ধরনের ঘটনা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নিরাপত্তার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য যে কোন যৌথ প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ। সম্প্রতি সৌদির পাম্পিং স্টেশন ও আরব আমিরাতের তেল ট্যাঙ্কারে ওই হামলার জন্য ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের অভিযুক্ত করছে রিয়াদ।
×