ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবাহনীকে হারিয়ে আরও এগিয়ে বসুন্ধরা

প্রকাশিত: ১০:৩৭, ২০ মে ২০১৯

  আবাহনীকে হারিয়ে আরও এগিয়ে বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা আবাহনীর সামনে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধান কমিয়ে আনা। এটি করতে পারলে শিরোপা লড়াইয়েও তারা থাকতো ভালমতো। কিন্তু পারেনি আকাশী-সাদা জার্সিধারীরা। গোল মিসের মহড়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দ্বিতীয় লেগেও বসুন্ধরা কিংসের কাছে হারতে হয়েছে আবাহনীকে। রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে নতুন পরাশক্তি বসুন্ধরা। ম্যাচের ৩৯ মিনিটে ৩০ গজ দূর থেকে চোখ ধাঁধানো ফ্রিকিকে বসুন্ধরার হয়ে জয়সূচক গোলটি করেন দলটির কিরগিজস্তানের তারকা বখতিয়ার দুশানাখব। বাকি সময়ে একাধিক সহজ গোলের সুযোগ হাতছাড়া করায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় আবাহনীকে। এর আগে নীলফামারীতে লীগের প্রথমপর্বেও আবাহনীকে ৩-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা। এখনও লীগে লম্বা পথ বাকি। তবু হাইভোল্টেজ এই ম্যাচটি জিতে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত লীগে অপরাজিত থাকা বসুন্ধরা ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ১১ জয় ও তিন হারে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আবাহনী।
×