ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১০:২৫, ২০ মে ২০১৯

 রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ দু’জন নিহত হয়েছে। এর মধ্যে রবিবার দুপুরে রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় হামিদ মাস্টার (৬৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে হামিদ মাস্টার ওষুধ কিনে ডেমরার ইসলাম বাগ বাসায় ফিরছিলেন। এ সময় একটি সিএনজি তাকে দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে শেখ আহমেদ ইমতিয়াজ জানান, ডেমরা ইসলামবাগ এলাকায় তারা থাকেন। বাবা হামিদ মাস্টার একটি স্কুলের শিক্ষক ছিলেন। তিনি জানান, দুপুরে বাবা ওষুধ কিনে বাসায় ফেরার পথে তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে একইদিন সকালে রাজধানীর পল্লবী ঝুটপট্টি এলাকা প্রাইভেটকারে ধাক্কায় আমিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মিরপুরের বাউনিয়াবাদ এলাকার ‘বি’ ব্লকে থাকতেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর ঝুটপট্টি রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×