ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টিভি বিস্ফোরণে দগ্ধ মোক্তার হোসেনের মৃত্যু

প্রকাশিত: ১০:২৩, ২০ মে ২০১৯

  টিভি বিস্ফোরণে দগ্ধ মোক্তার হোসেনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় একটি বাসায় টেলিভিশন বিস্ফোরণের আগুনে দগ্ধ মোক্তার হোসেন (৩৮) অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শনিবার রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, মোক্তার হোসেনের শ্বাসনালীসহ শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। তার স্ত্রী সালমার ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। মৃত মুক্তারের ও তার স্ত্রী সালমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরশমপুর গ্রামে। আগারগাঁওয়ে মোক্তারের ওষুধের ফার্মেসি ছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম আগারগাঁওয়ের দুই নম্বর রোডে পাঁচ তলায় বাসার নিচ তলায় মোক্তার হোসেনের বাসায় টিভি বিস্ফোরিত হয়। এ সময় মোক্তার বাসায় ঘুমিয়েছিলেন। তার স্ত্রী সালমা রান্না করছিলেন। বিস্ফোরণে তারা দু’জনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন (৬) ওই সময় বাসার বাইরে ছিল। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ফায়ারম্যান আফজাল হোসেন জানান, ঘটনার পরপরই আমরা পশ্চিম আগারগাঁও ছুটে যাই। তবে সেখানে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। বিস্ফোরণে একটি টেলিভিশন বিস্ফোরিত অবস্থায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই কারণে ওই বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
×