ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে মন্ত্রণালয়ের ব্যাখ্যা ॥ দুই তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৯:২৬, ২০ মে ২০১৯

 প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে মন্ত্রণালয়ের ব্যাখ্যা ॥ দুই তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে আসবাবপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ প্রসঙ্গে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। একইসঙ্গে অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ও গণপূর্ত অধিদফতরের পক্ষ থেকে পৃথক কমিটিসহ মোট ২টি কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে অভিযোগ যাচাইকল্পে দুই তদন্ত কমিটির কোন প্রতিবেদন না দেয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট ঠিকাদারকে সব ধরনের অর্থ প্রদান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্ষেত্রে দাফতরিক প্রাক্কলন প্রণয়ন, অনুমোদন ও ঠিকাদার নিয়োগে মন্ত্রণালয়ের কোন সংশ্লিষ্টতা নেই। কারণ হিসেবে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদফতর কর্তৃক নির্মাণাধীন ৬টি ভবনে আসবাবপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য দাফতরিক প্রাক্কলন প্রণয়নপূর্বক ৬টি প্যাকেজে ই-জিপিতে দরপত্র আহ্বান করা হয়। প্যাকেজসমূহের প্রতিটির ক্রয়মূল্য ৩০.০০ কোটি টাকার নিম্নে প্রাক্কলন করায় গণপূর্ত অধিদফতর কর্তৃক অনুমোদন ও ঠিকাদার নিয়োগ করা হয়। ফলে এর সঙ্গে মন্ত্রণালয়ের কোন ধরনের সম্পর্ক নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগের বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। তাই অভিযোগ তদন্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হতে একজন অতিরিক্ত সচিব এবং গণপূর্ত অধিদফতর থেকে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে পৃথক ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সব ধরনের পেমেন্ট বন্ধ রাখার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হতে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আলোচ্য কাজের বিপরীতে এখনও ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হয়নি। তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।
×