ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর বাইরে ঈদ বিনোদনের প্রস্তুতি

সুইমিংপুল, রিসোর্ট-বাঘ হাতি, হরিণসহ আরও কত রাইড

প্রকাশিত: ০৯:২০, ২০ মে ২০১৯

 সুইমিংপুল, রিসোর্ট-বাঘ হাতি, হরিণসহ আরও কত রাইড

খোকন আহম্মেদ হীরা ॥ শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ জনপদে বিনোদন প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য সুইমিংপুল, রিসোর্টসহ দেশ-বিদেশের নামী দামী পার্কের আদলে ফারিহা গার্ডেনের মধ্যকার সুবিশাল লেকের চারপাশে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতের দুর্লভ গাছপালা, লতা ও ফুল গাছ। গার্ডেনের মধ্যে রোপিত নানা প্রজাতের ফুল গাছে দৃষ্টিনন্দন ফুল ফুটেছে। আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে গ্রামীণ জনপদের বিনোদন প্রিয়দের জন্য ফারিহা গার্ডেন। গ্রামের শিশু-কিশোরদের বিনোদনের জন্য এরইমধ্যে গার্ডেনের মধ্যে কৃত্রিম পশু-পাখি যেমন-বাঘ, হরিণ, হাতি, জাতীয় পাখি দোয়েল, মাছরাঙা, উট পাখি, জিরাফ, জেব্রাসহ বিভিন্ন প্রাণীর ম্যুরাল স্থাপনের পাশাপাশি অসংখ্য স্ট্যাচু দিয়ে সাড়ে সাত একর জমিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির মতো সাজানো হয়েছে অপরূপ সাজে। কয়েকদিনের মধ্যেই এখানে স্থাপন করা হবে শিশু-কিশোরদের বিনোদনের বিভিন্ন রাইডসহ দেশ-বিদেশের অসংখ্য খেলনাসামগ্রী। গ্রামের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিশু-কিশোররা অনেক সময় অর্থাভাবে দূরবর্তী কোথাও বিনোদনে যেতে পারে না। তাই গ্রামের ওইসব সাধারণ মানুষের কথা চিন্তা করেই গ্রামীণ জনপদে সুইমিংপুল, রিসোর্টসহ দেশের নামী দামী পার্কের আদলে অপূর্ব সব নৈসর্গিক দৃশ্যে ঘেরা বিনোদনমূলক ফারিহা গার্ডেন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে গার্ডেনের ৭০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে। খুব শীঘ্রই গার্ডেনটি বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সৌন্দর্য ম-িত এ গার্ডেনে একবার আসলে আর ফিরে যেতে মন চায় না। অজপাড়া গাঁয়ের এ গার্ডেনের অমোঘ সৌন্দর্যের আকর্ষণ অগ্রাহ্য করা সত্যিই কঠিন। তাই তো আনুষ্ঠানিকভাবে ফারিহা গার্ডেনটি উদ্বোধনের আগেই প্রতিনিয়ত দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। একমাত্র বিনোদনের জন্য শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষের সরগরম উপস্থিতি গার্ডেন নির্মাতাকে বিমহিত করেছে। কোন ব্যবসায়ীক উদ্দেশ্যে নয়; শুধুমাত্র অর্থাভাবে বিনোদনের জন্য দূরবর্তী কোথাও যেতে না পেরে সব ধরনের বিনোদন বঞ্চিত গ্রামের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের কথা চিন্তা করেই বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, পার্শ¦বর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলাসহ ডাসার থানার বিনোদন প্রেমীদের জন্য গ্রামীণ জনপদের অত্যাধুনিক ফারিহা গার্ডেনে সুইমিংপুল, রিসোর্টসহ দেশের নামী দামী পার্কের আদলে গড়ে তোলা হচ্ছে। ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ড সংলগ্ন পশ্চিম পাশে সাড়ে সাত একর জমির উপর নির্মাণাধীন অত্যাধুনিক ফারিহা গার্ডেনের উদ্যোক্তা গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, রুচিশীল ব্যক্তিত্ব শিল্পপতি আলহাজ মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী জানান, বঙ্গবন্ধুর ভাগ্নে, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর অনুপ্রেরণায় দেশ-বিদেশ ঘুরে তিনি বিভিন্ন স্ট্যাচু ও খেলনা সংগ্রহ করে ইতোমধ্যে নিজের একমাত্র মেয়ের নামে প্রতিষ্ঠিত ফারিহা গার্ডেনের কাজ শুরু করেছেন। ইতোমধ্যে গার্ডেনের ৭০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, এ গার্ডেনের মধ্যেই পিকনিক স্পট গড়ে তোলা হবে। খুব শীঘ্রই অজপাড়া গাঁয়ের অত্যাধুনিক ফারিহা গার্ডেনটি বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তাই শেষ সময়ে প্রায় অর্ধশতাধিক শ্রমিক দিনরাত সমানতালে কাজ করছেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন বলেন, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের চিত্ত বিনোদনের জন্য অজপাড়া গাঁয়ে হলেও এতদাঞ্চলের সব বয়সের মানুষের কাছে অত্যাধুনিক ফারিহা গার্ডেনটি বিনোদনের নতুন মাত্রা যোগ করবে।
×