ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতারা

খুলনায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে

প্রকাশিত: ০৮:৩৫, ২০ মে ২০১৯

  খুলনায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, সংগঠনের মূল শক্তি হলো তৃণমূলের নেতা-কর্মী। তাই তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের মূল্যায়ন করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। আগামী অক্টোবরের মধ্যেই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেজন্য ওয়ার্ড-ইউনিয়ন থেকে থানা ও জেলার কাউন্সিলের কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন ঈদের পরপরই খুলনা জেলার বিভিন্ন পর্যায়ের কমিটির সম্মেলন শুরু করতে হবে। আগস্ট মাস শোকের মাস। ওই মাসে সম্মেলন হবেনা। সেপ্টেম্বরের মধ্যে জেলা সম্মেলন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, সংগঠনের বিভিন্ন পর্যায়ে ভুল বোঝাবুঝি বা ক্ষোভ থাকতে পারে। এগুলো নিরসন করতে হবে। রবিবার দুপুরে স্থানীয় ইউনাইটেড ক্লাবে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নেতৃবৃন্দ এই আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সভাপতি শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। স্বাগত বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য এ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ্ উদ্দিন এমপি, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন প্রমুখ।
×