ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নববধূ হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৮:৩৩, ২০ মে ২০১৯

 নববধূ হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুরে নববধূর হত্যার বিচরের দাবিতে রবিবার মানববন্ধন পালিত হয়েছে। ইফতারি নিয়ে শাশুড়ি ও নববধূর মধ্যে কথা কাটাকাটির জের ধরে নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা সাজানো বলে উল্লেখ করে এটা পরিকল্পিত হত্যা ও এর বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাজারে নিহত হেলানা আক্তার হেনা পরিবারের পক্ষ হতে হত্যার দাবি জানিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিকনেতা মুমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আব্দুর রহিম মেম্বার, আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, শ্রমিকনেতা আব্দুর রহমান, আক্কাস মিয়া, আরব আলী, সাব্বির আহমদ প্রমুখ।
×