ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুবলীগ নেতা হত্যা

দ্রুতবিচার দাবিতে স্মারকলিপি দিতে এসে লাঠিচার্জে আহত তিন

প্রকাশিত: ০৮:৩০, ২০ মে ২০১৯

 দ্রুতবিচার দাবিতে স্মারকলিপি দিতে এসে লাঠিচার্জে আহত তিন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে এসে লাঠিচার্জ ও নাজেহালের শিকার হয়েছেন মুক্তিযোদ্ধাসহ বিচার প্রার্থীরা। স্থানীয় জেলা যুবলীগ নেতা রেজাউল করিম রাসেল হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে রাসেলের পরিবার ও স্বজনসহ এলাকাবাসী স্মারকলিপি দিতে গেলে রবিবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সামনেই এই ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ৩ জন। ঘটনাস্থল থেকে পুলিশ সানাউল হক সানি, বাবু ও আলমগীর নামে ৩ জনকে আটক করে। স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা রেজাউল করিম রাসেল হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে রবিবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, ডিআইজি-ময়মনসিংহ রেঞ্জ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে পুলিশ সুপার কার্যালয়ে যান রাসেলের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীসহ স্থানীয় কয়েক মুক্তিযোদ্ধা। পুলিশ সুপার কার্যালয়ের সামনে রাসেল হত্যার বিচার দাবিতে স্লোগান দেয় বিচার প্রার্থী ও এলাকাবাসী। এ সময় নিজ কার্যালয় থেকে বাইরে এসে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন রাগান্বিত হয়ে বিচার প্রার্থীদের চলে যেতে বলেন। কথামতো বিচার প্রার্থীরা সরে না যাওয়ায় এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৩ বিচার প্রার্থীকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। পুলিশের লাঠিচার্জে এ সময় আহত হয় ৩ জন।
×