ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ভুয়া কাবিননামার পোস্ট দেয়ায় চাচার দন্ড

প্রকাশিত: ০৮:২৭, ২০ মে ২০১৯

 ফেসবুকে ভুয়া  কাবিননামার  পোস্ট দেয়ায় চাচার দন্ড

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রতিবেশী যুবক একরামুল হককে (২২) চাচা বলেই সম্মান দিয়ে ডাকত এবারে এসএসসি পাস করা মেয়েটি। সেই চাচাই তার বিপদ ঘটতে পারে ভাবতেই পারেনি ওই মেয়ে। নীলফামারীর জলঢাকা পৌর এলাকার ৩নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে একরামুল হুট করে তার ফেসবুক প্রোফাইলে ওই মেয়েটির ছবি পোস্ট দিয়ে নিজের স্ত্রী দাবি করে ভুয়া বিয়ের গুজব ছড়িয়ে দেয়। মেয়ে ও মেয়ের বাবার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ওই যুবকে আটক করে। নিজের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। এ সময় মেয়ের বাবা হাফিজুর রহমান ও তার মেয়ে হাফিজা আক্তার দুলালী উপস্থিত ছিলেন। রবিবার সকালে ওই যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান জলঢাকা থানার ওসি মোস্তফিজুর রহমান। মেয়ের বাবা জানান, তার মেয়ে সদ্য এসএসসি পরীক্ষায় পাস করেছে। স্কুলে যাওয়া আসার পথে একরামুল প্রায় সময় তাকে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে একরামুল নিজ ফেসবুক এ্যাকাউন্টে তার মেয়ের নাম জড়িয়ে ভুয়া কাবিননামা বানিয়ে বিয়ে হয়েছে বলে প্রচার চালাতে থাকে। এ ব্যাপারে,তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ করেন।
×