ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রয়াণ দিবস আজ

প্রকাশিত: ০৭:৫৫, ২০ মে ২০১৯

 শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রয়াণ দিবস আজ

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের অন্যতম পথিকৃত শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের সপ্তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ ১৯২২ সালের ২৩ জুন ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ। তিনি তার জীবনব্যাপী সাধনা দ্বারা আমাদের ছাপচিত্র জগতকে বিশ্বমানে উন্নীত করেছেন। ছাপচিত্রের পাশাপাশি রেখাচিত্র ও তেলচিত্রের ভুবনকেও উৎকর্ষম-িত করেছেন। এই দুই ক্ষেত্রেও রয়েছে তার ব্যাপক পরীক্ষা নিরীক্ষা, রয়েছে বিপুল অনুশীলন ও গভীর অভিনিবেশ। তিনি দেশ ও দেশের বাইরে অনেক সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে ১৯৭৮ সালে ২১শে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।
×