ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে ঈদে আগে পোশাক কেনার যুদ্ধে শিশুরা

প্রকাশিত: ০১:২৬, ১৯ মে ২০১৯

যশোরে ঈদে আগে পোশাক কেনার যুদ্ধে শিশুরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঈদ এক মহোৎসব। আর ঈদকে ঘিরেই সকল আনন্দ যেন শিশুদের মাঝেই লুকিয়ে আছে। এ জন্য অভিভাবকরা আগে ভাগেই ছুটছেন পোশাকের দোকানে। শিশু হাবিবা ও হাফসা দুই বোন এসেছে তাদের মায়ের সাথে ঈদের কেনাকাটা করতে। অনেক খুশি মনে একজন বলে উঠলো আমি সবার আগে কিনেছি। এই নিয়ে শুরু হলো তাদের তর্ক। হাফসা- হাবিবা ছাড়াও আরো অনেক শিশুই এভাবে আনন্দ করছে দিনভর। যশোর শহরের বিভিন্ন দোকানে তেমনি খুশি ছড়িয়ে রেখেছেন দোকানিরা। জিরো থেকে শুরু করে সব বয়সের শিশুদের পোশাক রয়েছে শহরের বিভিন্ন দোকান ও অভিজাত শো-রুমগুলোতে। যার মধ্যে ছোট শিশুদের জন্য দোকানে তোলা হয়েছে গেঞ্জি সেট, হাফপ্যান্ট, ফতুয়াসহ আরো অনেক পোশাক। ৭ থেকে ১৬ বছরের শিশুদের জন্য রয়েছে শার্ট, গেঞ্জি, হাফ প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, ফুলপ্যান্ট, পাঞ্জাবিসহ বিভিন্ন কোয়ালিটির পোশাক। সরেজমিনে যশোরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় এমন দৃশ্য। যশোরের রূপকথা, কাঁশবন, টম জেরি, ডরেমনের মতো এই মার্কেটে ৩-১৪ বছরের শিশুদের ফ্রক সাড়ে ৪ থেকে ৮শ’ টাকা, গাউন ৮শ’ থেকে ৩ হাজার টাকা, লেহেঙ্গা ১ হাজার থেকে ৩ হাজার টাকা, স্কাট ১ হাজার থেকে ২ হাজার ২শ’ টাকা, লং ফ্রক ১ হাজার থেকে ১ হাজার ৫শ’ টাকায় পাওয়া যাচ্ছে। কাপড়ের কোয়ালিটি অনুযায়ী ক্রেতারা ছেলে শিশুর জন্য জিন্স প্যান্ট ৭শ’, শার্ট ৬শ’ এবং টি-শার্ট ৫শ’ টাকায় কিনতে পারবেন।
×