ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাঝের ওভারে উইকেট নিতে পারা অনেক গুরুত্বপূর্ণ ॥ দ্রাবিড়

প্রকাশিত: ০১:০৭, ১৯ মে ২০১৯

মাঝের ওভারে উইকেট নিতে পারা অনেক গুরুত্বপূর্ণ ॥ দ্রাবিড়

অনলাইন ডেস্ক ॥ এবারের বিশ্বকাপ আসর বসবে ইংল্যান্ডে। আসন্ন বিশ্বকাপে ফেবারিটদের তালিকায় স্বাগতিক ইংল্যান্ডের পরই আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতের নাম। মূলত ব্যাটিংয়ে বর্তমান প্রজন্মের সেরা ব্যাটসম্যান কোহলির পাশাপাশি রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের উপস্থিতিই এগিয়ে রাখছে ভারতকে। তবে ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড় মনে করেন ভারতের বোলারদের উইকেট নেওয়ার ক্ষমতাও তাদের জন্য সৌভাগ্যের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। গত বছর ‘এ’ দলের হয়ে সেখানে সফর করার অভিজ্ঞতা বলছে অনেক রান হবে বিশ্বকাপে। হাই স্কোরিং উইকেটে মাঝের ওভারে উইকেট নিতে পারা অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় ভারত সৌভাগ্যবান যে তাদের সেরকম বোলার আছে।’ মাঝের ওভারে উইকেট নিতে পারলে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখা সম্ভব বলে মনে করেন দ্রাবিড়। তার মতে, ‘জাসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহালদের মতো বোলার আছে আমাদের হাতে। যেই দল বিশ্বকাপে মাঝখানের ওভারগুলোতে উইকেট নিতে পারবে তারাই প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে পারবে।’ বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৩০ মে। তবে ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৫ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
×