ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুহায় ধ্যানে বসলেন মোদি

লোকসভা নির্বাচনে শেষ দফার ভোটগ্রহণ আজ

প্রকাশিত: ১২:৫৯, ১৯ মে ২০১৯

লোকসভা নির্বাচনে শেষ দফার ভোটগ্রহণ আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে ১৭তম লোকসভা নির্বাচনে শেষ দফার ভোটগ্রহণ আজ। এদিকে এ দফা ভোটের আগে এতে অংশ নেয়া প্রার্থীদের সম্বন্ধে চমকপ্রদ তথ্য উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে। লোকসভা নির্বাচনে ভোটের লড়াইয়ে নামা প্রতি পাঁচ প্রার্থীর মধ্যে অন্তত একজনের বিরুদ্ধে গুরুতর অপরাধ সংগঠনের অভিযোগে মামলা রয়েছে। দিল্লীভিত্তিক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক দল এ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর ইয়াহু নিউজের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের ৪০ শতাংশের বেশি প্রার্থীর নামে মামলা আছে। যদিও প্রধান বিরোধী দল কংগ্রেস এক্ষেত্রে তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। কংগ্রেসের ৩৯ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা চলছে। সবচেয়ে বেশি মামলা রয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) প্রার্থীদের বিরুদ্ধে। দলটির ৫৮ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা চলছে। ৯০ কোটি ভোটারের দেশ ভারতে সাত দফায় লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটগ্রহণ আজ। ২৩ মে ভোটের ফলাফল ঘোষণা করা হতে পারে। এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৯ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও অপরহরণের মতো অপরাধের অভিযোগ আছে। এডিআর’র প্রতিষ্ঠাতা সদস্য জগদ্বীপ চোকার বলেন, ‘গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে এমন ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়ার হার ক্রামগত বাড়ছে। ভোটার এবং রাজনৈতিক দলসহ সবাইকেই বিষয়টি নিয়ে চিন্তা করা প্রয়োজন। মামলা রয়েছে এমন ব্যক্তিদের কেন নির্বাচনের টিকেট দেয়া হচ্ছে তা ভাবতে হবে।’ ভারতের আইনে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলার পর বিচারে যদি তার দুই বছর বা তার বেশি কারাদ-ের সাজা হয় তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কিন্তু যাদের বিরুদ্ধে মামলার বিচার চলছে তাদের নির্বাচনে প্রার্থী হতে কোন বাধা নেই। কেদারনাথের গুহায় মোদি ॥ ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে শেষ দফার ভোটগ্রহণকে সামনে রেখে ধ্যানে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রবিবার এ ভোটগ্রহণ। ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচন কেন্দ্রিক প্রচার। এরইমধ্যে শনিবার তীর্থস্থান কেদারনাথে গিয়ে পূজা দেন মোদি। এদিন সকাল সাড়ে ৯টায় তার কপ্টার কেদারনাথ মন্দির এলাকায় অবতরণ করে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে চারবার কেদারনাথ গেলেন মোদি। শনিবার টুইটারে দেয়া পোস্টে কেদারনাথকে সুমহান পর্বতমালা হিসেবে উল্লেখ করেন মোদি। রবিবার সকাল পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন মোদি। ধ্যানে যাওয়ার পথে তিনি কেদারনাথের পরিকাঠামো উন্নয়নের বিষয়টি খতিয়ে দেখেন। এরপর পাহাড় রাস্তা বেয়ে ওপরে উঠতে শুরু করেন। প্রায় দুই কিলোমিটার ট্র্যাক করে ওই গুহায় পৌঁছান মোদি। পাহাড়ী পথে তাকে ছাতা ও লাঠি নিয়ে উঠতে দেখা যায়। সংবাদমাধ্যমের অনুরোধে তিনি ধ্যানে বসার ছবি তুলতে দেন। তারপর ওই গুহায় আর কাউকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। সেখানে একান্তে ধ্যান শুরু করেছেন মোদি।
×