ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘অর্থ দেয়নি বলে র‌্যাঙ্কিং থেকে বাদ পড়েছে ঢাবি’

প্রকাশিত: ১২:৫১, ১৯ মে ২০১৯

‘অর্থ দেয়নি  বলে র‌্যাঙ্কিং  থেকে বাদ  পড়েছে  ঢাবি’

বিডিনিউজ ॥ বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ৪৫ হাজার পাউন্ড না দেয়ার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় আসেনি বলে দাবি করেছেন ঢাবি বাণিজ্য অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল ইসলাম। শুক্রবার লন্ডনে ‘ঢাকা ইউনিভার্সিটি এ্যালামনাই, ইউকে’-এর সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক শিবলী বলেন, ‘পাঠদান, গবেষণা, জ্ঞান আদান-প্রদান এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে কোন প্রশ্ন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, প্রতিযোগিতা করেই শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চায়, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের আকৃষ্ট করতে র‌্যাঙ্কিংয়ের প্রয়োজন নেই। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ র‌্যাঙ্কিংয়ের বিষয়টিকে খুব একটা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়নি। লন্ডনভিত্তিক যে প্রতিষ্ঠানটি এই জরিপ পরিচালনা করেছে সেই সংস্থাটির প্রস্তাব অনুযায়ী সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত হতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৪৫ হাজার পাউন্ড দাবি করা হয়েছিল। এছাড়া বাৎসরিক আরও ১৫ হাজার পাউন্ড পরিশোধের প্রস্তাব দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অর্থ, শিক্ষা ও গবেষণা খাতে ব্যয় করতে বেশি আগ্রহী হওয়াতে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের।’
×